কলাপাড়ায় ভ্রাম্যমান আদালত ৬টি ঔষধের দোকানকে জরিমানা ও ৩টিকে সিলগালা করলো ॥
নভেম্বর ২২ ২০২০, ১৮:১০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় ড্রাগ লাইসেন্স না থাকা ও
মেয়াদোত্তীর্ন ঔষধ রাখার অপরাধে ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান
পরিচালনায় ৬টি ঔষধের দোকানকে জরিমানা ও ৩টিকে সিলগালা করেছে। রবিবার
দুপুরের দিকে ঔষধ প্রশাসন অধিদপ্তর মহাখালী, ঢাকার উপ-পরিচালক ডা: আকিব
হোসেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক
মুহিদ ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
আবু হাসানাত মো: শহীদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জরিমানাকৃত ঔষধের দোকানগুলো হলো – সদর রোডে অবস্থিত মো: মোশারেফ হোসেনের
ফাতেমা মেডিকেল হলকে ২০,০০০ টাকা, মো: কাওসার মিয়ার মেসার্স তুবা
মেডিকেলকে ৫,০০০ টাকা, আনিসুর রহমানের মৃধা ড্রাগ হাউসকে ৫,০০০ টাকা,
হাসান মল্লিকের মল্লিক মেডিকেল হলকে ৫,০০০ টাকা, আনোয়ার হোসেনের রাবেয়া
মেডিকেলকে ১০,০০০ টাকা ও বশির ব্যাপারীর বুশরা মেডিকেলকে ২,০০০ টাকা
জরিমানা করা হয়েছে।
এছাড়া অভিযান পরিচালনাকালে ৩টি ঔষধের দোকানের মালিক তড়িঘড়ি করে দোকান
বন্ধ করে পালিয়ে গেলে ঐ দোকানগুলোকে সিলগালা করে দেওয়া হয়।