গোল্ডেন মনির সোনা ব্যবসায়ী নয়: বাজুস
নভেম্বর ২১ ২০২০, ১৯:৫১
রাজধানীর মে’রুল বাড্ডা থেকে র্যাবের হা’তে গ্রেফতার হওয়া গো’ল্ডেন মনির সোনা ব্যবসায়ী ন’য় বলে জানিয়েছে বাংলাদেশ জু’য়েলার্স সমিতি বাজুস।
শনিবার (২১ নভেম্বর) বি’কেলে গণমাধ্যমে পাঠানো এ’ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ত’থ্য জানিয়েছে দেশের স্ব’র্ণ ব্যবসায়ীদের এ শী’র্ষ সংগঠন।
গো’ল্ডেন মনিরকে সোনা ব্যবসায়ী হি’সেবে আখ্যায়িত না করার অ’নুরোধ জানিয়েছে সং’গঠনটি।
ওই বি’জ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের তথ্য মতে গো’ল্ডেন মনির সোনা ব্যবসায়ী নয়। বা’জুসের কোনো সদস্য এ ধ’রণের কর্মকাণ্ড সমর্থ’ন করে না। অধিকন্তু এ ধরনের অবৈধ কা’র্যকলাপ নিধনে সরকারের সং’শ্লিষ্ট মহলকে সাধুবাদ জানাই। প্র’য়োজনে এ ধরনের সব অ’বৈধ কাজ শক্ত হাতে নিধনে সরকারের পা’শে থাকবে বাজুস।