এবার বাংলাদেশকে নিয়ে বিপাকে পড়েছে ফেসবুক

Spread the love

সা’মাজিক যোগাযোগ মাধ্যমের ফে’সবুকের জনপ্রিয়তা প্রতিটি দে’শেই। প্র’তিদিনই নতুন নতুন ফি’চার নিয়ে ব্যবহারকারীদের চমকে দি’চ্ছে তারা। বাংলাদেশেও ফেসবুক ব্য’বহারকারীর সংখ্যা নেহাত কম ন’য়। কিন্তু এবার বাংলাদেশকে নি’য়ে বিপাকে পড়েছে ফে’সবুক।

সম্প্রতি ফে’সবুক কর্তৃ’পক্ষ Facebook.com.bd ডোমেইন এর মা’লিক বাংলাদেশি প্রতি’ষ্ঠানের বিরুদ্ধে আইনী ল’ড়াইয়ে নেমেছে।

Facebook.com.bd ডো’মেইনটি ২০০৮ সালের ৭ ডি’সেম্বর কিনে রেখেছিল A1 Software না’মক একটি বাংলাদেশি প্র’তিষ্ঠান, তখন হয়তো ফেসবুক নিজেও জা’নতো না এক সময় ফেসবুক বি’শ্বব্যাপী এভাবে জনপ্রিয়তা পাবে।’

এখন বি’শ্বের প্রায় সব দেশের নিজস্ব ডোমেইন এ’ক্সটেনশন বা Countries Local DNS এ ফে’সবুকের ডোমেইন র’য়েছে এবং ব্যবহার’কারীরা যে দেশ থেকে ফেস’বুক ব্রাউজ করে সে দেশের extension দিয়ে তা ও’পেন হয়।

এই একই কা’জটি ফেসবুক চালু করতে চেয়েছিল বাং’লাদেশের জন্য। কিন্তু বিপত্তি বা’ধে তখন, যখন .BD (ডট বিডি) অর্থাৎ Facebook.com.bd ডো’মেইন চালু করতে গিয়ে ফে’সবুক দেখে এই ডোমেইনের মালিক অ’নেক আগে থেকেই বাং’লাদেশ টেলিযোগাযোগ সং’স্থার (বিটিসিএল) অধীনে থাকা বাং’লাদেশি প্রতিষ্ঠান A1 software।

যদিও বাং’লাদেশকে ফেসবুক এতদিন কোন পাত্তাই দি’তো না, সরকারী পর্যায় থে’কে চেষ্টা করেও গত ক’য়েক বছর ধরে ফে’সবুকের কোন সাড়া পাওয়া যা’চ্ছিল না। তবে এবার বাং’লাদেশকে নিয়ে মাথা ঘা’মাতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ফেসবুক এখন বাং’লাদেশের Countries Local DNS বাং’লাদেশি প্রতিষ্ঠান A1 software কাছ থেকে কিনতে চা’চ্ছে। কিন্তু বাংলাদেশি এই প্র’তিষ্ঠানটি Facebook.com.bd ডোমেই’নটি ফেসবুকের কাছে বি’ক্রি করার জন্য দাম নি’র্ধারণ করেছে ৬মিলিয়ন ইউএস ডলার। এ’ত দামের কথা শুনে মাথায় হাত পড়ে’ছে ফেসবুকের।

বাং’লাদেশি প্রতিষ্ঠানটির সাথে দাম নিয়ে ব’নিবনা না হওয়ায় বাধ্য হ’য়েই আইনী লড়াইয়ে না’মতে হচ্ছে ফেসবুককে। ই’তিমধ্যে বাংলাদেশে আ’ইনজীবী ও নিয়োগ দিয়েছে ফে’সবুক কর্তৃপক্ষ।

ফেসবুক ক’র্তৃপক্ষ নিযুক্ত সুপ্রিম কোর্টের আ’ইনজীবী ব্যারিস্টার মকসেদুল ইস’লাম বলেন, একটি বাংলাদেশি কো’ম্পানি A1 software যা’রা বাংলাদেশের লোকাল ডো’মেইন Facebook.com.bd কিনে রে’খেছে এবং তারা ফেস’বুকের কাছে বিক্রি করার জন্য দাম নির্ধা’রণ করেছে ৬ মিলিয়ন ইউ’এস ডলার।

ব্যারিস্টার মকসেদুল ব’লেন, আমরা কয়েক বছর আ’গে এই ডোমেনটি ল’ক্ষ্য করেছি এবং সেই ডোমেনটি বন্ধ করা’র জন্য তখন থেকে তাদের একাধিক আ’ইনী বিজ্ঞপ্তি প্রেরণ করেছি।

তবে ফেসবুকের স্থানী’য়ভাবে নিযুক্ত সংস্থাটি এ বিষ’য়ে তেমন কোন মন্তব্য করেনি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »