কুয়াকাটায় ভ্রাম্যমান আদালত এক ব্যবসায়ী ও চার পযর্টককে জরিমানা করলো ॥
নভেম্বর ১৯ ২০২০, ২১:৫৫
রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ পযটন নগরী
কুয়াকাটায় মেয়াদ উত্তীর্ণ বিদেশি আচার ও বিয়ার বিক্রি করার দায়ে মামুন
নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত।
বৃহস্পতিবার এ অভিযান চালায় কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী
ম্যাজিষ্ট্রেট ও জগৎবন্ধু মন্ডল।
এছাড়া মাস্ক পরিধান না করায় চার পযর্টককে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ
সময় তিনি সকল ব্যবসায়ী ও পযর্টকদের মাস্ক পরিধানের জন্য সচেতন করেন।