‘শিশুদের নোবেল’ পেলেন বাংলাদেশের সাদাত

Spread the love

আন্তর্জাতিক শি’শু শান্তি পুরস্কার পেলেন বাংলাদেশি কি’শোর সাদাত রহমান। সাইবার অ’পরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে একটি অ্যা’প তৈরি করে এ ‘সাফল্য পেয়েছেন তিনি। ৪২টি দে’শের ১৪২ জন শিশুর মনো’নয়নের মধ্যে দিয়ে শু’রু হয়েছিল এ প্রতি’যোগিতা।

১৭ বছর বয়সী সাদাত ন’ড়াইল আবদুল হাই সিটি কলেজের দ্বা’দশ শ্রেণির ছাত্র। সাদাত র’হমান সাইবার বু’লিং ও সাইবার ক্রা’ইম থেকে শি’শু-কিশোরদের রক্ষায় না’না কার্যক্রম পরিচালনা ক’রছে।

সাদাত একজন ‘ত’রুণ চেঞ্জমেকার’ ও সমাজসংস্কা’রক। সাইবার বুলিংয়ের শি’কার হয়ে এক কিশোরীর (১৫) আ’ত্মহত্যার পর কাজে নামে সা’দাত। সে তার বন্ধুদের সহায়তায় ‘ন’ড়াইল ভলেন্টিয়ারস’ নামের এ’কটি সামাজিক সংগঠন শুরু ক’রে। এ সংগঠন বেসরকারি সং’স্থা একশনএইডের ‘ইয়ুথ ইনোভেশন চ্যা’লেঞ্জ–২০১৯’–এ বিজয়ী হ’য়ে তহবিল পায়। এ তহবি’লের মাধ্যমে তারা ‘সাইবার টিনস’ মো’বাইল অ্যাপ তৈরি করে। এ অ্যাপের মা’ধ্যমে কিশোর–কিশোরীরা জা’নতে পারে কী’ভাবে ইন্টারনেট দুনিয়ায় সুরক্ষিত থা’কতে পারে।

প্রায় ১ হাজার ৮০০ কি’শোর–কিশোরী এই অ্যাপ ব্যবহার করছে। এ অ্যা’পের মাধ্যেম ৬০টির বেশি অভি’যোগের মীমাংসা হয়েছে এবং ৮ জন সাইবার অ’রাধীর শাস্তি নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালে রো’মে অনুষ্ঠিত নোবেল শা’ন্তি পুরস্কার বিজয়ীদের এক শী’র্ষ সম্মেলন থেকে এই পু’রস্কার চালু করে ‘কিডস-রাইটস’ নামে একটি সংগ’ঠন। শিশুদের অধি’কার উন্নয়ন ও নিরাপত্তায় অসাধা’রণ অবদানের জ’ন্য প্রতিবছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দে’ওয়া হয়। ১২ থেকে ১৮ বছর বয়’সীরা ওই পুরস্কার পাওয়ার যো’গ্য। গত ব’ছর সুইডেনের শিশু পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও ক্যামেরু’নের ডিভিনা মালম যৌথ’ভাবে মর্যাদাপূর্ণ ওই পুরস্কার পান। ২০১৩ সা’লে এই পুরস্কার বিজয়ী মালালা ইউ’সুফজাই প’রের বছর জয় ক’রেছিলেন নো’বেল।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »