সেই নবজাতক এখন ‘ছোটমনি নিবাস’ সিলেটে

Spread the love

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক জন্ম দিয়ে মা পালিয়ে যাওয়া সেই কন্যা শিশুকে এখনছোটমনি নিবাসসিলেটে পাঠানো হয়েছে।

সোমবার ( নভেম্বর) সকাল ১০ টায় জগন্নাথপুর হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেন কাছে শিশুটিকে হস্তান্তর করেন। পরে তিনি শিশুটিকে সিলেটেরছোটমনি নিবাসপাঠিয়েছেন।

এর আগে শনিবার বিকেলে ওই নবজাতকের জন্ম হয়। জন্মের পর নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতে রেখে পালিয়ে যান মা নানি। পরে রাশিয়া বেগম (৫০) নামের এক মহিলা নবজাতক শিশুটিকে হাসপাতালের সিঁড়ির উপর দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরবর্তীতে পালিয়ে যাওয়া নবজাতকের মা নানির দেওয়া তথ্য মতে খোঁজ নিয়ে কোন সন্ধান পাওয়া যায়নি।

জগন্নাথপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেন জানান, আমাদের কাছে শিশুটি হস্তান্তর করার পর আমরা সিলেটের বাগবাড়িস্থছোটমনি নিবাস হস্তান্তর করেছি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »