খালে খোলা পায়খানা রাখা যাবে না

Spread the love

চট্টগ্রাম সিটি ক’র্পোরেশনের (চসিক) প্রশাসক মোহাম্মদ খোর’শেদ আলম সুজন বলেছেন, ‘খালের ম’ধ্যে খোলা কোনো পায়খানা রাখা যাবে না। বর্তমানে যে বা যা’রা নগরীর বিভিন্ন খালে খোলা পায়’খানা স্থাপন করেছেন তা নিজ দায়ি’ত্বে দ্রুত অপসারণ করে ফেলুন। না হয় সিটি কর্পোরে’শন তা উচ্ছেদ ক’রবে।’

শুক্রবার সকালে চল’মান নগরে মশকনিধন কার্যক্রমের ধারাবা’হিক কর্মসূচির অংশ হিসেবে ন’গরীর মাস্টারপুল এলা’কায় ক্র্যাশ প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী ক”র্মকর্তা কাজী মুহা’ম্মদ মো’জাম্মেল হক, প্রশাসকের একা’ন্ত সচি’ব মুহাম্মদ আবুল হাশেম, স্থানীয় অ’ধিবাসী ও সাংস্কৃতি কর্মী শাহরিয়ার খালেদ, সা’বেক ছাত্রনেতা শাহ নেওয়াজ খালেদ, ক’র্পোরেশনের অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী।

খোরশেদ আলম সুজন ব’লেন, নগরবাসীর প্রতি বিনীতভাবে অনু’রোধ করবো আপনারা নালা-নর্দ’মা, খাল ও যত্রতত্র আবর্জনা ফেলবেন না। খালে খোলা পা’য়খানা স্থাপন করবেন না। এসব কা’র্যকলাপ পরিবেশের জন্য হুমকি। এ শহর আমার-আপনার সবার। শহরকে পরি’চ্ছন্ন আবর্জনামুক্ত, পরিবেশবান্ধব মানবিক শহরে পরিণত করতে আমা’দের সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। প্রশাসকের দায়িত্ব নিয়ে আমি সেই চেষ্টা করছি। আশা করি’ নগরবাসীও তাদের সামা’জিক দায়িত্ব সম্পর্কে স’চেতন হবেন।

তিনি বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে এডিশ মশার প্রজ’নন স্থান ধ্বংসে নগরবাসীকে সচেতন হ’তে হবে। কারণ এডিশ মশা স্বচ্ছ পানি, ফুলের টব, ডা’বের খোসা, রেফ্রিজারেটরের ট্রেতে জ’মে থাকা পানিতে বংশ বিস্তার করে। তাই এগু’লোতে যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়া’ল রাখতে হবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »