কাঁথায় মোড়ানো নবজাতকটি পড়ে ছিল বাগানে

Spread the love

বাগেরহাটের মোরেল’গঞ্জে বাগান থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় একটি নবজা’তককে উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার প’শ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকি’ম হাওলাদারের বাগানে থেকে শিশুটিকে কাঁদতে শুনে কোলে তুলে নেন শাহ আল’ম হাওলাদার। পরে রাত সা’ড়ে সাতটার দিকে ওই নবজাতককে মোরে’লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ’র্তি করা হয়। নবজাতকটি এখন সু’স্থ রয়েছে।

মোরেলগঞ্জ উপ’জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম”কর্তা ডা. মুফতি কামাল হোসেন বলে’ন, রাত সাড়ে সাত’টার দিকে শাহ আলম হাওলাদার নামের এক ব্যক্তি ছেলে শি’শুটিকে হাস’পাতালে নিয়ে আসেন। শি’শুটি অন্য প্রসূতি মায়ে’দের দুধ খাচ্ছে। সে এখন ‘সুস্থ রয়েছে। আমাদের ধারণা শিশু’টি আজকেই ভূমিষ্ঠ হয়েছে। তার ও’জন তিন কেজি।

মো’রেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দে’লোয়ার হোসেন বলেন, শিশুটির বিষ’য়ে আমি সার্বক্ষ’ণিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম’কর্তার সাথে যোগাযোগ রা’খছি। এছাড়া শিশুটির অভিভাব’কদের খুঁজে বের করা’র চেষ্টা চলছে। পাওয়া না গে’লে আইন অনু’যায়ী ইচ্ছুক ব্যক্তিদের দত্তক দে’ওয়া হ’বে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »