১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগে পরিবহন মালিক-শ্রমিকদের কর্মবিরতি

Spread the love

রাজশাহী বি’ভাগের ৮টি জেলায় নিয়ম বহি’র্ভূতভাবে চলাচলকারী বিআরটিসি বাস ব’ন্ধসহ ৮ দফা দাবিতে আগামী ১ নভেম্বর থেকে কর্মবিরতিতে যাবে রা’জশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমি’করা।

শনিবার (২৪ অক্টো’বর) বিকেলে বগুড়ায় এক জরু’রি সভায় এ ঘোষণা দিয়েছে রাজশা’হী বিভাগীয় পরিবহন মালি’ক শ্রমিক যৌথ কমিটি।

সড়ক-মহা’সড়ক ও আঞ্চলিক সড়কে চলাচ’লরত ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন, করি’মন, ভটভটি, থ্রি-হুইলার, অটোরিকশা, অটোটেম্পু এবং সকল শ্রেণির অযান্ত্রি’ক যানবা’হন চলাচল বন্ধ করার দাবি জা’নানো হয় সভায়।

বগুড়া চা’রমাথা সেঞ্চুরি মোটেলে রাজশাহী বিভা’গীয় পরিবহন মালিক শ্রমি’ক যৌথ কমিটির সভায় স’ভাপতিত্ব করেন সংগঠনের সভা’পতি আলহাজ্ব মো. আনছার আলী। স’ভায় রাজশাহী বিভাগের ৮ জেলার মালিক ও শ্র’মিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় ৩১ অক্টো’বরের মধ্যে ৮ দফা দাবি মেনে নে’ওয়ার জন্য আহ্বান জানান। অন্য’থায় ১ নভেম্বর থেকে রাজ’শাহী বিভাগীয় প’রিবহন মালিক শ্রমিক অ’নির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শু’রু করবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »