এসআই আকবর এখনো ফেরারি

Spread the love

সিলেটের ব’ন্দরবাজার ফাঁড়িতে পুলিশ হেফাজতে নির্যাতনে রা’য়হান আহমদের মৃত্যুর ঘটনার মূল হোতা এসআই আকবর হোসেন ভূঁইয়া এখনো ফেরারি। ঘটনার ১৩ দিন পরও আকবর গ্রেপ্তা’র না হওয়ায় সুষ্ঠু বি’চার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রায়হানের মা সালমা বেগম। আকবরসহ দোষীদের গ্রেপ্তার ও দৃ’ষ্টান্তমূলক বিচার দাবিতে গ’তকাল শনিবার নগরের মদিনা মার্কেট ও খাসদবীর এলাকায় মানববন্ধন ও প্রতি’বাদ কর্মসূচিতে রায়হানের মা সাল’মা বেগম এই শঙ্কার কথা জানান। এ সময় তিনি আকবর গ্রেপ্তার না হওয়ায় হতা’শা ব্যক্ত করে বলে’ন, ‘আকবরকে কেন ধরা’ হচ্ছে না? পুলিশের জন্য এটা কি খুব কঠিন কাজ? তাকে ধরলে হয়তো বড় বড় মা’নুষের নাম বেরিয়ে আসবে, সে জ’ন্য তাকে ধরা হচ্ছে না।’

এদিকে পুলিশ হেফা’জতে রায়হানের মৃত্যুর ঘটনায় হা’রুনুর রশিদ নামের আরেক পুলিশ সদস্যকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর হারুনুর রশিদকে আদালতে’র মাধ্যমে পাঁচ দিনের রিমা’ন্ডে নিয়েছে এই হত্যা মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভে’স্টিগেশন ‘(পিবিআই)। এ নিয়ে দুই পুলিশ সদ’স্যকে গ্রেপ্তার ও রিমান্ডে নিল পিবিআই। এর আগে গত মঙ্গলবার পুলিশ কনস্টেবল টি’টু চন্দ্র দাসকে গ্রেপ্তার ও রিমা’ন্ডে নেওয়া হয়।

এদিকে এই ঘটনায় আদালতে দেওয়া জ’বানবন্দিতে তিন পুলিশ সদস্য জানিয়েছে’ন, সত্য বললে বুকে গুলি করবেন বলে আকবর সেদিন তাঁদের হুমকি দিয়েছিলে’ন। এ পর্যন্ত তি’ন পুলিশ সদস্য আ’দালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন কনস্টেবল শামীম মিয়া, সাইদুর রহমান ও দে’লোয়ার হোসেন। তাঁরা তিনজনই বলে’ছেন, রায়হানকে বেধড়ক পেঠানো হয়েছে। রায়হান মারা গেলে বিষয়টি চেপে যাও’য়ার জন্য এসআই আকবর তাঁদের হুম’কি দিয়েছিলেন বলে তাঁরা জবানবন্দিতে উল্লেখ করেন।

মামলার তদন্তকারী পিবি’আই সূত্রে জানা গেছে, তিন কনস্টে’বলের জবানবন্দির পরদিনই বরখাস্ত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। তিন প্রত্যক্ষদর্শী কনস্টে’বলের জবানবন্দিতে পাওয়া তথ্যে’র সূত্র ধরে তদন্ত চলছে।

জবানবন্দিতে যা বলেছে’ন তিন কনস্টেবল : রায়’হানকে যেদিন বন্দরবাজার পুলিশ ফাঁড়ি’তে ধরে এনে নির্যাতন করা হয়, সেদিন অর্থাৎ শনিবার রাত ১২টা থেকে রবিবা’র ভোর ৪টা পর্যন্ত ফাঁড়ির সে’ন্ট্রি ডিউটিতে ছিলেন সাইদু’র রহমান। সেদিন রায়হানকে ধরে আনা এবং নির্যাতনের ঘটনার তি’নি প্রত্যক্ষদর্শী জানিয়ে সাইদুর বলে’ছেন, ‘ফাঁড়ির পোস্টে থাকা অবস্থায় আর্তচিৎকার শুনে কক্ষের দরজায় গিয়ে দেখি কন’স্টেবল হারুন ‘রায়হানের দুই পা ‘উঁচু করে ধরে রেখেছে’ন আর আকবর ও টিটু লাঠি দিয়ে লোকটির পায়ের পাতায় আ’ঘাত করছেন।’ এ সময় পুলিশ ছাড়াও বাইরের আরো দুজন লোক উপস্থিত ছিলেন বলে তিনি জবানবন্দিতে বলেছেন। কেন তাঁকে (রায়হান) মারধর করা হ’চ্ছে জানতে চাইলে এসআই আকবর তাঁকে বলেন, ‘সে একজন ছিনতাইকারী।’ সঙ্গে থাকা দুই লোকের নাম জানতে চাই’লে আকবর তাঁকে ধমক দিয়ে সে’ন্ট্রি পোস্টে ডিউটিতে পাঠিয়ে দেন। এর পরও তিনি বেশ কয়েকবার রায়’হানের আর্তচিৎকার শু’নতে পান। সাই’দুর আরো বলেন, “পরদি’ন দুপুর সাড়ে ১২টার দিকে ফাঁড়িতে ডিসি (উপকমিশনার) স্যার আসবে’ন জানিয়ে আমাকে ডেকে পা’ঠান আকবর স্যার। তিনি আমা’কে বলেন, ‘ডিসি স্যার জানতে চাইলে বলবা, রাতে ফাঁড়িতে কোনো লোক এনে নি’র্যাতন ‘করা হয় নাই। সে (রায়হান) গণপিটু’নি খেয়ে ধরা পড়েছে। তাকে সরাসরি হাসপাতালে নেও’য়া হয়েছে।’ এ ক’থা বলে আকবর স্যার হুমকি দেন। বলেন, ‘আমি যা বলব, তা-ই বলবে। সত্য কথা বললে বুকে গুলি করব, পি’ঠ দিয়ে বের হবে।’ এই হুমকি দি’য়ে আকবর স্যার আ’মার বুকে হাত বোলান।”

আকবর একই হুমকি দিয়েছিলেন কনস্টেবল শামীম মিয়া’কেও। ঘটনার সময় ডিউটি না থা’কায় ঘুমিয়ে ছিলেন তিনি। কান্নার শব্দ শুনে আনুমানিক রাত ৩টার দি’কে তাঁর ঘুম ভাঙে। তিনি ব’লেন, “ঘুম ভেঙে দেখি, একজন লোক দুই হাত পেছন দিক করে হাতকড়া লাগানো, মেঝেতে বসে চিৎকার করছে। তখন ব’ন্দরবাজার ফাঁ’ড়ির কনস্টেবল টিটু চন্দ্র দাস মোটা লাঠি দিয়ে লোকটির হাতে, পায়ে ও কোমরে এলোপাতাড়ি মারছিলে’ন এবং বলছিলে’ন, ‘গ্রেপ্তারের সময় কেন এত শক্তি দেখালি? কেন এত ধস্তাধস্তি করলি?’” রায়হানের পায়ের তলায়ও টিটু আঘাত করেন বলে জানা’ন শামীম। ‘তিনি আরো বলেন, “এরপর কনস্টেবল হারুনুর রশিদ কক্ষে ঢুকে লোকটিকে মারধর ক’রতে থাকেন। তখন কন’স্টেবল টিটু, এএসআই আশেক এলাহি ও এএসআই কুতুব আলী উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর আকবর কক্ষে ঢো’কেন। তিনি টিটুর হাতে থাকা লাঠি নিয়ে লোকটির নাম ও ঠিকানা জিজ্ঞেস করেই বেধড়ক মারধর করতে থা’কেন। আকবরের মারমুখী আ’চরণ দে’খে এএসআই কুতুব আকবরের হাত ধরে বলেন, ‘স্যার, এভাবে আর মাইরেন না।’ আ’কবর তখন লাঠি হাতে কক্ষের বিছানায় বসে প’ড়েন। এ সময় এক লোক কক্ষে প্রবেশ করে আকবরকে বলেন, রায়হান তাঁর মুঠোফোন ও টাকা চুরি করেছেন। তখন রায়’হান বলতে থাকেন, ‘স্যার, আমি টাকা নেই নাই। শুধু মোবাইল নিয়েছিলাম, ফেরত দিয়েছি। ‘টাকা অন্য দুজন ছিনতাইকারী নিয়েছে’।’ তখন অচেনা লোকটি বলেন, ‘না, এই লোকটিই (রায়হান) আমার টাকা ও মোবাইল ফোন’ নিয়েছে।’ আকবর তখন অ’চেনা লোকটিকে ফাঁড়ির বাইরে পাঠিয়ে রায়হানকে আবার মারতে থাকেন।” মারধর চলতে থাকলে শামীম আবার গিয়ে ‘ঘুমি’য়ে পড়ে।

ফাঁড়িতে রায়হানকে নির্যাতন শুরুর পর ভোর ৪টা’র দিকে কনস্টেবল সাইদুরের কাছ থেকে সেন্ট্রি পোস্টের ডিউটি বুঝে নেন দেলোয়ার হোসেন। তখন সাইদুর তাঁকে ‘জানান, একজন ছিনতাইকারীকে ‘ধরে এনে মারধর করা হয়েছে। এ সময় এসআই আকবর ও অন্যদের সঙ্গে ছিনতাইয়ের শিকার হওয়া লোকটিও ছিলেন। ঘটনাটি ফাঁ’ড়ির মুন্সির কার্যালয়ের কক্ষে হয়। দেলোয়ার কক্ষের দরজার কাছে গিয়ে দেখেন, এসআই আকবরের হা’তে মোটা লাঠি। তিনি চে’য়ারে বসা। তাঁর পায়ের কাছে হাতকড়া পরা এক লোক। সেখানে পুলিশের সঙ্গে অচেনা এক লোক ও তাঁ’র সঙ্গে আরো একজন লোক’কে দেখতে পান। দেলোয়ারকে দেখে আকবর বলেন, ‘তুমি সামনে চলে যাও।’ তখন তিনি সেন্ট্রি পোস্টে ডিউটিতে যান। সে ‘সময়ের বর্ণনা দিয়ে দেলোয়ার বলেন, ‘আকবর তৌহিদের মুঠোফোন থেকে গ্রেপ্তার হওয়া লোকটির (রায়হান) বাড়িতে ‘ফোন দিয়ে ১০ হাজার টাকা নিয়ে আসতে বলেন।’ তৌহিদ ফোন দেওয়ার পর দেলোয়ার তাঁর কাছে জা’নতে চান, টাকা কেন নিয়ে আসতে বলেছেন? তখন তৌহিদ বলেন, ‘আকবর স্যার বলেছেন, ছিনতাইয়ের টা’কা উদ্ধার দেখাতে ফোন দেওয়া হয়।’ এরপর আকবর এএসআই আশেক এলাহিকে উদ্দেশ করে বলেন, ‘আমি ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর তাকে (রায়হান) হাসপাতালে নিয়ে যেও।’ ভোর ৫টার দিকে আশেক এলাহি ও কনস্টেবল হারুন রায়হানকে অটোরিকশায় করে হাসপা’তালে রওনা দেওয়ার পর আকবরও তাড়াতাড়ি ফাঁড়ি থেকে বের হয়ে যান। এরপর দেলোয়ারের ডিউটি শে’ষ হলে কনস্টেবল ইলিয়াছ’কে ডিউটি বুঝিয়ে দিয়ে ঘুমাতে চলে যান।

প্রসঙ্গ’ত, গত ১০ অক্টোবর মধ্যরাতে রায়’হান আহমদকে তুলে নিয়ে বন্দর’বাজার ফাঁড়িতে আটকে রেখে নি’র্যাতন করা হয়। পরদিন সকালে তিনি মা’রা’ যান।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »