শাবিপ্রবি শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

Spread the love

শাহজালাল বি’জ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষা’র্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উ’ঠেছে। অভিযুক্ত ওই শিক্ষা’র্থীর নাম মোসাদ্দেক মীম। তিনি শাবিপ্রবির লো’কপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ‘শিক্ষার্থী।

গত ম’ঙ্গলবার ফেসবুকে অভিযুক্ত মোসাদে’ক্কের সঙ্গে ভোক্তভোগীর কথোপকথনের স্ক্রিন’শটের কিছু অংশ তুলে ধরে এ অভি’যোগ করেন সিলেটের পার্কভিউ মে’ডিক্যাল কলেজের এক ছাত্রী। তবে এ বিষয়ে ভু’ক্তভোগী ওই শিক্ষার্থী এ’খনো কোনো ধরনের লিখি’ত অভিযোগ করেননি বলে জা’না যায়।

সামাজিক যো’গাযোগ মাধ্যমে প্রকাশিত স্ক্রি’নশটে দেখা যায়, অভিযুক্ত মোসাদ্দে’ক ভুক্তভোগীকে বিভিন্ন ধর’নের অশ্লীল ভাষায় কথা বলেন। এক’ইসঙ্গে নানা ধরনের আপত্তিকর ও অ’কথ্য ভাষায় মন্তব্য করেন।

মোসাদ্দেক বিশ্ববি’দ্যালয়ের অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন ‘সা’স্ট-স্কুল অব ডিবেট’ এর অ্যাসিসটে’ন্ট ডিবেট ডিরেক্টর ও ‘সিলেট ডি’বেট ফেডারেশন’র ডিবেট ডিরেক্টরের দা’য়িত্বে আছেন।

অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ভুক্ত’ভোগীর কথপোকথনের স্ক্রিনশট সামা’জিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছ’ড়িয়ে পড়ার (ভাইরাল) পর তা নিয়ে তো’লপাড় শুরু হয়েছে। এর প্রেক্ষিতে মোসা’দ্দেককে ‘সাস্ট-স্কুল অব ডিবেট’ ও ‘সিলেট ডি’বেট ফেডারেশন’ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হ’য়েছে।

এ নিয়ে সিলে’ট ডিবেট ফেডারেশন (এসডিএফ) তাদের ফেসবুকের অফি’সিয়াল পেইজে তাকে সাময়িক বহি’ষ্কারের ঘোষণা দেন। এছাড়া মোসাদ্দেকের বিরুদ্ধে অনাকা’ঙ্খিত বেশ কিছু অভিযোগ এবং প্রমা’ণ সামাজিক যোগাযোগ মাধ্য’মে ওঠে এসেছে।

একইসঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণে ব্য’র্থ হলে তাকে (মোসাদ্দেক) স্থায়ী’ভাবে বহিষ্কার ক’রার হুঁশিয়ারিও দেওয়া হয় পোস্টে। পা’শাপাশি সিলেটের সকল বিতর্ক ক্লাব থে’কে মোসাদ্দেক মীমকে বয়কট করার আ’হবান জানানো হয়।

এ বিষয়ে এসডি’এফ-এর সভাপতি ইমদাদুল হক ব’লেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে আ’মরা ইতিমধ্যে সিদ্ধান্ত জানিয়েছি। আ’র ভুক্তভোগী এ বিষয়ে আইনের সহা’য়তা নিতে চাইলে আমরা তদন্ত সা’পেক্ষে তাকে সর্বোচ্চ সহযো’গিতা করা হবে।’

সা’স্ট স্কুল অব ডিবে’টের সভাপতি ত্রিদ্বীপ সেন বলেন, সংগ’ঠনের শুরু থেকে আমরা যৌন হয়রা’নির বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি। তার বি’রুদ্ধে আনীত অভিযোগ প্র’মাণিত হলে দৃষ্ঠান্তমূলক ব্যবস্থা গ্রহণ ক’রা হবে।

এছাড়া ঘটনাটি তদন্তে ‘ইকু’ইটি প্যানেল’ নামে একটি তদ’ন্ত কমিটি গঠনের বিষয়ে সা’স্ট স্কুল অব ডিবেট’র অফি’সিয়াল ফেসবুক পেইজ থে’কে ঘোষণা দেওয়া হয়েছে বলে জা’না যায়।

এ বিষয়ে মোসা’দ্দেক মীমের সঙ্গে যোগাযো’গের জন্য একাধিকবার কল দেও’য়া হলে তার মোবাইল ব’ন্ধ পাওয়া যায়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »