দাফনের আগে জীবিত সেই নবজাতকের মৃত্যু

Spread the love

দাফনের সময় কেঁ’দে ওঠা সেই নবজাতক আর বেঁচে নে’ই। বুধবার (২১ অক্টোবর) রা’তে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হা’সপাতালের ২১১ নম্বর নবজাতক ও’য়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়েছে।

নব’জাতকের বাবা ইয়াসিন মোল্লা ঢা’মেক হাসপাতালের চিকিৎসকের বরা’ত দিয়ে এ তথ্য জা’নিয়েছেন। ওই নবজাতকের না’ম রাখা হয়ে ছি’ল মরিয়ম।

গো’পালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রা’মের সন্তান সম্ভাবনা গৃহবধূ শা’হিনুরকে তার স্বা’মী ইয়াসিন মোল্লা গত তি’নদিন আগে ঢামেক হাসপাতালের ১১০ নম্বর ও’য়ার্ডে ভর্তি করেন। এর’পর ১৬ অক্টোবর ভোরের দিকে স্বা’ভাবিকভাবে একটি ক’ন্যাসন্তানের জন্ম দে’ন ওই নারী।

 

জ’ন্মের পরপরই নবজাতকটিকে মৃ’ত ঘোষণা করেন চিকিৎসকরা। প’রে নবজাতককে একটি প্যা’কেটে ভরে তার বা’বা ইয়াসিনের কাছে হস্তান্তর ক’রে চিকিৎসক বলেন, নব’জাতকটি মৃ’ত। পরে ওই প্যাকেটে থাকা নবজাতককে নিয়ে স’কালে ইয়াসিন আজিমপুর ক’বরস্থানে যান। সেখানে অর্থ’নৈতিক কারণে তাকে দাফন করতে না পারায় এক’পর্যায়ে ইয়াসিন ন’বজাতককে নিয়ে বসিলা ক’বরস্থানে গেলে সেখানের লো’কজন তাকে দাফনের জন্য প্যাকেট খু’ললে নবজাতক নড়ে ওঠে কান্না করতে থা’কে। চমকে যান ইয়াসিন। পরে তি’নি দ্রুত ন’বজাতককে ঢামেক হা’সপাতালে নিয়ে যান।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »