এইসএসসির শিক্ষার্থীরা আংশিক টাকা ফেরত পাবে

Spread the love

মহামারি করোনাভাইরাসের কারণে বা’তিল হয়েছে চলতি বছরের এ’ইচএসসি ও সমমানের প’রীক্ষা। পরীক্ষা বা’তিলের কারণে শি’ক্ষার্থীদের ফরম পূরণের আং’শিক টাকা ফেরত দেওয়া হবে বলে জা’নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। বুধবার (২১ অক্টোবর) স’ন্ধ্যার পর আন্তঃশিক্ষা বোর্ড সম’ন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢা’কা শিক্ষা বোর্ডের চেয়ার’ম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণ’মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এ স’ময়  তিনি বলেন, ‘করোনার কারণে যে’হেতু এবার এইচএসসি পরীক্ষা হ’চ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নি’য়েছি শিক্ষার্থীদের কিছু টা’কা ফেরত দেব। পরীক্ষার উ’দ্দেশ্যে যেসব খাতে টাকা খর’চ হয়নি, সেসব টাকা ফেরত দেওয়া হ’বে।’

জিয়া’উল হক জানান, পরীক্ষা কেন্দ্র ফি থে’কে’ কিছু অংশ, ইনভিজিলেটর ফি, ব্যব’হারিক পরীক্ষার ফি থেকে শিক্ষা’র্থীরা অর্থ ফে’রত পাবে।

তবে কত টাকা ফে’রত দেওয়া হতে পারে জা’নতে চাইলে তিনি বলেন, ‘এখ’নও হিসাব হয়নি।’

পরীক্ষা বা’তিলের সিদ্ধান্তের পর শিক্ষার্থী-অভিভা’বকদের অনেকেই ফরম পূরণের অ’র্থ ফেরত দেওয়ার দাবি তো’লেন। এরপর খ’রচের অবশিষ্ট টাকা ফেরতের সি’দ্ধান্ত নেওয়া হল।

ম’হামারি করোনাভাইরাসের কারণে গত ৭ অ’ক্টোবর চলতি বছরের এইচএসসি ও স’মমানের পরীক্ষা বাতিলের ঘো’ষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ প’রীক্ষা বাতিল করা হলেও জেএসসি-জে’ডিসি এবং এসএসসি ও স’মমানের পরীক্ষার ফ’লাফলের ভিত্তিতে এইচএসসির ফল প্র’কাশ করা হবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »