এবার সরকারই বাড়াল আলুর দাম

Spread the love

বাজার নিয়ন্ত্রণে এ’বার সরকারই বাড়াল আলুর দা’ম। খুচরা পর্যায়ে এককেজি আলুর দা’ম ৩৫ টাকা নি’র্ধারণ করা হয়েছে বলে জানান কৃষি বিপণন অ’ধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। আ’গামীকাল (২১ অক্টোবর) থে’কে নির্ধারিত দামে আলু বিক্রি করা না হ’লে আ’ইনানুগ ব্যবস্থা নেয়া হ’বে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বি’কেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অ’ধিদপ্তরে ব্যবসায়ীদের স’ঙ্গে আলোচনা করে আলুর এই দা’ম পুনর্নির্ধারণ করা হয়। এর আগে গেল ৭ অক্টোবর প্রতিকেজি আ’লুর খুচরামূল্য নির্ধারণ করে দেয়া হয়েছিল ৩০ টাকা। একই সঙ্গে পাইকারি প’র্যায়ে এককেজি আলুর দাম ২৫ ও কো’ল্ডস্টোরেজ প’র্যায়ে ২৩ টাকা বেধে দেয় সরকার। তবে, দা’ম বাড়ানোর সিদ্ধান্তে এখন থেকে পাইকারি পর্যায়ে ৩০ ও কো’ল্ডস্টোরেজ প’র্যায়ে এককেজি আলুর দাম প’ড়বে ২৭ টাকা।

মঙ্গলবার দুপুরেই স’চিবালয়ে সাংবাদিকদের আলুর দাম বাড়ানোর ই’ঙ্গিত দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানান, প্রতিকেজি আলুর খু’চরা দাম নতুন করে ৩০ থে’কে ৩৫ টাকার মধ্যে নি’র্ধারণ করা হবে। এসময়, খুচরা পর্যায়ে আলুর দা’ম অনেকে বেড়ে যাওয়ায় দুঃ’খ প্রকাশ ক’রেন তিনি। এ সময় ম’ন্ত্রী বলেন, ল’ক্ষ্য ছিল যেন কৃ’ষকরা আলুর ভালো দাম পায়, কিন্তু দাম এত বেড়ে যাবে সেটা বুঝতে পা’রেনি সরকার।

এছাড়া, ইরান, তুরস্ক, মি’সর, মিয়ানমার, পা’কিস্তান থেকে আলু আ’মদানি করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গত ৫ মাস ধ’রে বৃষ্টির কারণে আলুর ওপর নির্ভরতা খানিকটা বে’ড়ে গেছে।

সম্প্রতি নানা অ’জুহাতে হঠাৎ করেই দ্বিগুণ হয়ে যায় আ’লুর দাম। পাইকারি ও খুচরা বাজারে ৫৫ থেকে ৬০ টাকাতেও বিক্রি হয় এই নি’ত্যপণ্য। দাম নিয়ন্ত্রণে মা’ঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারি সং’শ্লিষ্ট সংস্থা। কেনা দামে বিক্রি করলেও সরকারের বে’ধে দেয়া দামের চেয়ে বেশি দামে বিক্রি ক’রতে হবে আর এ’তে জরিমানার মুখে পড়তে হতে পারে; এমন ভ’য়ে অনেক বাজারের ব্যবসায়ীরা আ’লু বিক্রি ব’ন্ধও করে দিয়েছে এরই মধ্যে।’



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »