মুন্সীগঞ্জে ১০৩ জেলেকে জেল-জরিমানা

Spread the love

মুন্সীগঞ্জের লৌ’হজং উপজেলার পদ্মা নদীতে ইলিশ ধরার অ’পরাধে ৯৩ জেলেকে একমাসের কারাদণ্ড দে’য়া হয়েছে। এছাড়াও ৬ জেলেকে ৫ হাজার, ৩০ হাজার টাকা দু’জনকে ৩ জনকে ৬ হাজার টাকা ও ১ জনকে ৪ হাজার টাকা জ’রিমানা করা হয়েছে। এছাড়া জে’লেদের ৮টি ট্রলার নদীতে ডু’বিয়ে এবং ৩ লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বং’স করা হয়।

রোববার (১৮ অক্টোবর) স’ন্ধ্যায় উপজেলার মালির অঙ্কে ডা’কবাংলায় মা ইলিশ রক্ষা অভিযানকল্পে স্থাপিত ভ্রা’ম্যমাণ আদালত এ সা’জা দেন তাদের।

ভোরে মাওয়া নৌ’পুলিশের পরিদর্শক সিরাজুল কবিরের নে’তৃত্বে লৌহজংয়ের পদ্মা নদীতে অভিযান চা’লিয়ে ট্রলারসহ জেলে ও জাল আ’টক করা হয়। আ’টক জেলেদের সবাই বৃহত্তর ফরিদপুর ও ব’রিশালের বাসিন্দা।

এ সময় ভ্রা’ম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যা’জিস্ট্রেট মু. রাসেদুজ্জামান, মো. ইলিয়াস শিকদার ও বিকাশ চ’ন্দ্র বর্মন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »