বরিশালে ফেনসিডিল মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

Spread the love

বরিশালে ফে’নসিডিলের একটি মামলার রায়ে মনির গাজী নামে এক ব্য’ক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আ’দালত। একই সাথে মা’মলার আরেক আসামি মিজানুর রহমানকে বে’কসুর খালাস দেয়া হ’য়েছে।

আজ রবিবার ব’রিশালের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জ’জ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আ’সামিদের অ’নুপস্থিতিতে এই রায় ঘো’ষণা করেন।

দ’ণ্ডপ্রাপ্ত মনির বরিশাল সদর উপজেলার চর বুখাইনগর এ’লাকার জালাল গাজীর ছে’লে।

সংশ্লিষ্ট আ’দালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জা’নায়, ২০১৪ সালের ১৭ জানুয়ারি ব’রিশাল নগরীর নদী বন্দর এলাকা থেকে একটি সি’লভারের পাত্রে ৪০ বোতল ফে’নসিডিল সহ মনিরকে আটক করে কো’তোয়ালী মডেল থানা পু’লিশ। এ সময় তার স’হযোগী মিজানুর রহমান পা’লিয়ে যায়।

এ ঘ’টনায় মনির ও মিজানকে আসামি করে কো’তোয়ালী মডেল থানায় মামলা দা’য়ের করেন তৎকালীন উপ-প’রিদর্শক আব্দুর রহমান মুকুল। এ’কমাস পর এসআই শাহ মো. ফয়সাল আহমেদ আ’সামিদের বিরুদ্ধে আদালতে এই মা’মলার অ’ভিযোগপত্র দেন।

পরে আ’দালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বি’চারক একজনকে যাবজ্জীবন কা’রাদণ্ড ও আরেক জনকে বে’কসুর খালাসের আদেশ দেন। রা’য়ের সময় পলাতক থাকায় মনিরের বি’রুদ্ধে সাজা এবং গ্রেফতারি প’রোয়ানা জারীর নি’র্দেশ দেন আ’দালত।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »