সিলেটে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

Spread the love

সিলেটের কা’নাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কা’লিনগর আগফৌদ গ্রামে স্বামীর হাতে খুন’ হয়েছেন ফাতেমা বেগম না’মে এক গৃ’হবধূ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এ হ’ত্যাকাণ্ডটি ঘটে।

জা’না যায়, কালীনগর আগফৌদ গ্রামের আব্দুল খা’লিকের মেয়ে ফাতেমা বেগমের সাথে একই গ্রামের জা’লাল উদ্দিনের ছেলে ট্র্যাক্টর চালক মহরম আলীর বিয়ে হয় বছর খানেক আগে। বি’য়ের পর থেকে শ্বশুরবাড়িতে আলাদা একটি পাকা ঘ’রে স্ত্রীকে নিয়ে বসবাস ক’রত মহরম আ’লী।

স্থানী’য় সূত্রে জানা যায়, কালীনগর আগফৌদ গ্রামের আব্দুল খা’লিকের মেয়ে ফাতেমা বেগমের সাথে এ’কই গ্রামের জালাল উদ্দিনের ছেলে ম’হরম আলীর বিয়ে হয় বছর খানেক আ’গে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে আলাদা এক’টি পাকা ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস ক’রতেন মহরম আলী।

ফা’তেমা বেগমের মা জলিকা বেগমও বলেন, ‘আমার মেয়ের সাথে ওর স্বা’মীর ঝগড়া সব-সময় লেগেই থাকতো। বৃ’হস্পতিবার রাত ১০টার দিকে তারা ঘুমিয়ে যান। পরদিন শু’ক্রবার সকাল বেলা মহরম আলীর বাড়ির কয়েকজন মহিলা আমার বা’ড়িতে এসে বলেন, আ’মার মেয়ে ফাতেমা নাকি অসুস্থ। এ’কপর্যায়ে তাদের বসতঘরের দরজায় এসে ডা’কাডাকি করলে আমার মেয়ে ফা’তেমা ও তার স্বামীর কোনো শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায় এবং ঘরের মে’ঝেতে আমার মেয়ের র’ক্তাক্ত লা’শ দেখতে পাই, কিন্তু তার স্বা’মীকে ঘরে দেখা যায়নি।’

স্ত্রী খু’ন হওয়ার পর থেকে পলাতক রয়েছে মহরম আলী। এ হ’ত্যাকাণ্ডের সাথে ফাতেমা বেগমের স্বা’মী মহরম আলী ছাড়াও আরও কেউ জ’ড়িত রয়েছে কিনা এবং কি কারণে ফাতেমাকে হ’ত্যা করা হয়েছে তা তদন্ত করে বের করা হবে ওসি জা’নান।

এদিকে, বিকাল ২টার দিকে ফা’তেমা ‘হত্যা কাণ্ডের আলামত সংগ্রহ করার জন্য পুলিশের অধিকতর অপ’রাধ (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সিলেটের একটি দল ঘটনাস্থলে এসে ফাতেমার লা’শের প্রাথমিক সুরতহাল রি’র্পোট তৈরি সহ বেশ কিছু আলামত জব্দ করেন। ক্রাইম সিন দলের পা’শাপাশি থানা পুলিশও পৃথক সুরতহাল রি’পোর্ট তৈরি করে তার লাশ উদ্ধার করে সি’লেট ওমেক হাসপাতাল ম’র্গে প্রেরণ করেছে।

কা’নাইঘাট থানার ওসি শামসুদ্দোহা জানান, ‘একটি পা’কা ঘরের মেঝেতে ফাতেমা বেগমের মৃ’তদেহ পাওয়া যায় এবং মেঝেতে জ’মাট বাধা রক্তের দাগ ও ঘরের বিছানাসহ আসবাবপত্র এ’লোমেলোভাবে পাওয়া যায়। ফাতেমা বেগমের ডান চো’খের নিচে এবং বাম চোখের পা’শে এবং গলায় নখের আ’চঁড়সহ আঘাতের চিহ্ন রয়েছে। তার মুখ ও কা’ন দিয়ে রক্ত বের হয়েছিল। ধা’রনা করা হ’চ্ছে ফাতেমা বেগমকে শ্বাসরুদ্ধ করে হ’ত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর কিভাবে তাকে হ’ত্যা করা হয়েছে তার প্র’কৃত কারণ জানা যাবে।’



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »