ক্রিকেট বলে স্যানিটাইজার ব্যবহার

Spread the love

ক্রি’কেট বলে স্যানিটাইজার লাগানোর ঘটনায় সা’সেক্সের পেসার মিচেল ক্ল্যা’ডনকে নিষিদ্ধের পর, বড় শা’স্তি পেল তার দল সা’সেক্সও। ২৪ পয়েন্ট কর্তন করা হ’য়েছে কাউন্টির এ ক্লাব’টির। 

করো’নাকালে বিশ্বজুড়ে বেড়েছে হ্যান্ড স্যানি’টাইজারের কদর। ঘরে’ কিংবা বাইরে, অফিস কিংবা আ’দালতে সঙ্গে থাকা চাই এই জিনিসটি। তবে মাঝে মাঝে এই স্যানিটাইজারও ব্যব’হৃত হচ্ছে ভিন্ন কাজে। আর যা করতে গিয়েই ফেঁ’সে গেলেন, সাসেক্সের অস্ট্রেলিয়ান বংশো’দ্ভূত পেসার মিচেল ক্ল্যাডন। নিজে তো ডুবলেন সঙ্গে ডোবালেন ক্লাবকেও।

ঘট’নাটা ঘটেছিল বব উইলিস ট্রফির সাসেক্স ও মিডলসে’ক্সের মধ্যকার ম্যাচে। খেলোয়াড়দের হাতকে জীবাণুমুক্ত করতে সীমান লাইনের পাশের রাখা হয়েছিল হ্যান্ড ‘স্যানিটাইজার। তবে মহৎ এই উদ্দেশ্যর অপ’ব্যবহার করলেন ক্ল্যাডন। বলের শাইন বাড়াতে ব্যবহার ক’রলেন স্যানিটাইজার। ফলা’ফল ৯ ম্যাচের জন্য হয়েছিলেন নিষিদ্ধ।

আগ’স্টের ওই ঘটনার পর নড়েচড়ে বসেছিল সি’সিডি। একাধিক দফায় হয়েছিল তদ’ন্ত আর সাক্ষ্যগ্রহণ। ক্ল্যা’ডনের সঙ্গে তারা তার ক্লাব সা’সেক্সকেও দাঁড় করানো হয় কা’ঠগড়ায়। কেটে নে’য়া হয় ২৪ পয়েন্ট। ফলে সা’সেক্সের পয়েন্ট এখন মো’টে ১২। নেমে গেছে টে’বিলের ৬ নম্বরে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »