বরিশালে গাঁজা সেবন করায় ২ জনের ৩ মাসের কারাদণ্ড

Spread the love

বরিশালে গাঁ’জা সেবনের দায়ে দুই যু’বককে ৩ মাস করে বিনা’শ্রম কারাদণ্ড ও ১ হাজার টা’কা করে জরিমানা করে’ছেন ভ্রা’ম্যমাণ আ’দালত। জরিমানার অ’র্থ দিতে না পা’ড়লে তাদের আ’রও ৭ দিন করে কারা’দণ্ড দেয়া হয়েছে।

জে’লা প্রশাসনের নির্বাহী ম্যা’জিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীনের ভ্রা’ম্যমাণ আদালত মঙ্গ’লবার (১৩ অক্টোবর) বিকেলে এই দণ্ডা’দেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো আ’কাশ সিকদার ও জয় ম’ল্লিক। তারা ন’গরীর আমান’তগঞ্জ এলাকার বা’সিন্দা।

বরিশা’ল জেলা প্রশাসন এক প্রে’স বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গ’লবার বিকেল সোয়া ৪টার দি’কে নগরীর আ’মানতগঞ্জ এলাকায়  অ’ভিযান চালিয়ে গাঁ’জা সেবনরত অবস্থায় ২ যুব’ককে আটক করে গো’য়েন্দা পুলিশ। এস’ময় তাদের কাছ থেকে ৪০ গ্রা’ম গাঁ’জা উ’দ্ধার করা হয়। উ’দ্ধারকৃত গাঁ’জা নির্বাহী ম্যাজিস্ট্রে’টের উপ’স্থিতিতে ধ্বং’স করা হয়।

পরে’ ভ্রাম্য’মান আদালত মাদকদ্রব্য নি’য়ন্ত্রণ আইন, ২০১৮ এর  ধারা ৩৬ (১) এর ক্র’মিক ২১ মোতাবেক ওই ২ যু’বককে ৩ মাস করে বি’নাশ্রম কারাদণ্ড ও ১ হা’জার টাকা করে জরি’মানা করেন। জরিা’মানা অনা’দায়ী হলে তাদের আ’রও ৭ দিন করে দ’ণ্ডাদেশ দেয়া হয়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »