সিলেটে পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ

Spread the love

সি’লেট মহানগর পুলিশের বন্দরবা’জার ফাঁড়িতে নির্যা’তনে রায়হান আহমেদ (৩৫) না’মে এক যুবকের মৃ”ত্যু হয়েছে বলে অ’ভিযোগ উঠেছে।

নিহ’তের পরিবারের দাবি, মৃত্যুর আ’গে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দি’য়ে টাকা নিয়ে বন্দরবাজার ফাঁ’ড়িতে যেতে বলেছিলেন রায়’হান। তবে পুলিশ বলছে, গণপিটুনিতে আহ’তাবস্থায় ওই যুবককে উদ্ধার করে এ’মএজি ওসমানী মেডিকেল ক’লেজ হাসপাতালে ভর্তির পর তার মৃ’ত্যু হয়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত কর’ছে বলে জানিয়েছেন মহানগর পুলি’শের উপ-ক’মিশনার (উত্তর) আজবাহার আলী শে’খ।

নি’হত রায়হান আহমেদ সিলেট নগরের আ’খালিয়া নেহারিপাড়া এলাকার মৃ’ত হবিবুর রহমানের ছেলে। তি’নি নগরের রিকা’বীবাজার এলাকায় একটি বেসরকারি ডায়া’গনস্টিক সেন্টারে কাজ ক’রতেন।

এ ঘট’নার প্রতিবাদে রোববার বিকেল সাড়ে তি’নটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়’কের আখালিয়া এলা’কায় টায়ারে আ’গুন জ্বালিয়ে অবরোধ ক’রে বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী। বিক্ষু’ব্ধরা অভিযোগ করে রায়হানের হ’ত্যার সঙ্গে জড়িত পু’লিশ সদ’স্যদের বিচারের দাবি জানান। এ সময় স’ড়কের উভয় পাশে শত শত যা’নবাহন আটকা পড়ে তীব্র যা’নজটের সৃষ্টি হয়।

রায়’হানের মামাতো ভাই আবদুর রহ’মান বলেন, শনিবার (১০ অক্টোবর) রাত সা’ড়ে ১০টার দিকে বাসা থে’কে বাইরে বের হন রায়হান। এ’রপর থেকে তার সঙ্গে পরিবারের স’দস্যদের যোগাযোগ ছিল না। ডা’য়াগনস্টিক সেন্টারে কাজ শে’ষ করে বাড়ি ফি’রতে তার রাত ১২-১টা হতো। ত’বে ওই দিন আর বাড়ি ফে’রেননি। রোববার ভো’ররাত সাড়ে চা’রটার দিকে একটি অ’পরিচিত ন’ম্বর থেকে তার বাবা (সৎ বাবা) মো. রফিকুল ইস’লামকে ফোন দিয়ে ‘টাকা নিয়ে বন্দর’বাজার ফাঁ’ড়িতে যেতে বলে’ছিলেন রায়হান।

তি’নি বলেন, আমরা রায়হানের পায়ে একটি ‘ছুরিকা’ঘাতের চিহ্ন দেখেছি। হাতে’র কয়েকটি ন’খ উল্টানো ছিল। তা’কে পুলিশই নি’র্যাতন করে মে’রে ফেলেছে। আ’মরা এর বিচার দা’বি করছি।

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »