অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হলো সেই ৪ শিশুকে

Spread the love

বরিশালের বা’কেরগঞ্জে ৬ বছরের এক শিশু’কে ধর্ষ’ণ মামলায় যশোর কি’শোর উন্নয়ন কেন্দ্রে বন্দী ৪ শি’শুকে তাদের অভিভা’বকদের কাছে হস্তান্ত’র করা হয়েছে।

শুক্র’বার সকাল ৮টার দিকে শি’শু সাইদুল বয়াতী, তামি’ম হোসেন সুলায়’মান, হাফিজুল ইসলাম লা’বিব এবং শাওন হাও’লাদারকে তা’দের বাবা-মায়ের কাছে হস্তা’ন্তর করা হয়।

এ সময় উপ’স্থিত ছিলেন বাকেরগ’ঞ্জ উপজেলা নির্বা’হী কর্মকর্তা মাধ’বী রায়, ওসি আবুল কালাম এবং সমাজ’সেবা বিভাগের প্রবে’শন কর্মকর্তা সা’জ্জাদ পারভে’জ।

 

এর আগে, হা’ইকোর্টের একটি ভা’র্চুয়াল ডিভিশন বে’ঞ্চ বৃহস্পতি’বার রাতে য’শোর কিশোর উন্ন’য়ন কে’ন্দ্রে ব’ন্দী ৪ শি’শুকে আ’ইনি প্রক্রিয়া’য় রাতের মধ্যে জা’মিন দিয়ে তাদের অভি’ভাবকদের কা’ছে পৌঁছা’নোর নির্দেশ দেন।

হাই’কোর্টের নির্দে’শে বৃহস্প’তিবার রাত সাড়ে ১০টায় ব’রিশালের শিশু আদাল’তের বিচারক আবু শা’মীম আজাদ এক আদেশে ধ’র্ষণ মামলার আসামি ওই ৪ শি’শুকে জামিন দিয়ে অভি’ভাবকদের কাছে পৌঁ’ছে দেওয়ার নির্দে’শ দেন।

জেলা প্র’শাসক এসএম অ’জিয়র রহমান জানান, বৃহস্পতি’বার রাতে আ’দালতের দেওয়া আদেশ বরিশাল কেন্দ্রী’য় কারাগারে পাঠা’নো হয়। সেখান থেকে ওই আদে’শ যশোর কিশো’র উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। ওই রাতে’ই বরিশালের জে’লা ও পুলিশ প্র’শাসন এবং যশোরের প্রশা’সন ও পুলিশের সহায়’তায় ৪ শি’শুকে বরি’শালের উদ্দেশে নি’য়ে আসা হয়।

জেলা প্রশা’সনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পার’ভেজ জানান, শু’ক্রবার সকাল ৮টার দি’কে ৪ শিশু’কে যথাযথ আইনি প্রক্রি’য়ায় অভি’ভাককদের কাছে বু’ঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, গত বুধ’বার বিকেলে বরিশা’লের সিনিয়র জুডিশি’য়াল ম্যাজি’স্ট্রেট বাকেরগঞ্জ আ’মলি আদা’লতের বিচারক মো. এনায়েতু’ল্লাহ ওই ৪ শি’শুকে যশোর কি’শোর উন্নয়ন কে’ন্দ্রে প্রের’ণের নির্দে’শ দেন। ওই আ’দেশ বলে ওইদি’ন সন্ধ্যা’য় আদালত থেকে প্রি’জন ভ্যানে তাদের বরি’শাল কে’ন্দ্রীয় কারাগারে নিয়ে যা’য় পুলিশ।

নেওয়া’র সময় শি’শুদের গগন বিদা’রী চিৎকার সক’লের হৃদয়ে না’ড়া দেয়। এ সক্রা’ন্ত সংবাদ বাংলা’দেশ প্রতিদিন প্র’ত্রিকায় প্রকাশ হলে বিষ’য়টি হাইকো’র্টের নজ’রে আসে। হাই’কোর্ট বৃহ’স্পতিবার রাতে’র মধ্যে ওই ৪ শিশু’কে জামিন দি’য়ে তাদের অভি’ভাবকদের কাছে পৌঁ’ছে দেওয়ার জন্য ব’রিশালের শিশু আদা’লতের প্রতি নি’র্দেশ দেন।

মা’মলার এজাহার সূত্রে জানা যা’য়, শিশু সাইদুল ইস’লামের বয়স ১১ এবং সো’লায়মান ইসলাম তামিম, হাফি’জুল ইস’লাম লাবিব ও শাও’ন হাওলাদা’রের বয়স ১০ বছর দেখা’নো হলেও দৃশ্য’ত তাদের বয়স ৭ থেকে ৯ বছরে’র মধ্যে।

গত’ রবিবার বিকেলে ৬ বছ’র বয়সী কন্যা শিশু’কে ধর্ষ’ণের অভিযোগে তা’র বাবা ওই ৪ ‘শি’শুর বিরুদ্ধে মঙ্গ’লবার বাকে’রগঞ্জ থানায় নারী ও ‘শিশু নির্যাতন আ’ইনে একটি মামলা করেন। পুলি’শ মঙ্গলবার ৪ শিশুকে গ্রে’ফতার করে পরদি’ন বুধবার আদাল’তে সোপ’র্দ করলে বিচারক তাদের কি’শোর উন্নয়ন কেন্দ্রে প্রে’রণের নির্দেশ দে’ন।

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »