বিগো লাইভ-টিকটক-লাইকি অ্যাপস বন্ধে আইনি নোটিশ

Spread the love

বিগো লাইভ, টিকটক ও লাইকি না’মক মোবাইল ফোন অ্যাপ ব্যবহা’রে তরুণ প্রজ’ন্ম বিপথগামী হওয়ায় এস’ব অ্যাপ ব’ন্ধ বা নিষিদ্ধ ঘোষ’ণা করার লক্ষ্যে প্রয়ো’জনীয় ব্যবস্থাগ্রহণে’র জন্য একটি আই’নি নোটিশ পাঠানো’ হয়েছে। বৃ’হস্পতিবার ( ৮ই অক্টোবর) রেজি’স্ট্রি ডাকযোগে এই নো’টিশ পাঠান সুপ্রিম কো’র্টের আইনজীবী মো. জে আর খা’ন রবিন। স্বরাষ্ট্র মন্ত্র’ণালয় সচিব, ডাক, টেলি’যোগাযোগ ও তথ্যপ্র’যুক্তি মন্ত্রণালয় সচিব, ত’থ্য মন্ত্রণা’লয় সচিব এবং বিটি’আরসির  চেয়ার’ম্যানকে এ নো’টিশ পা’ঠানো হয়।

টি’কটকের মাধ্যমে অনেক কিশো’র-তরুণ উদ্ভট র’ঙে চুল রাঙিয়ে এবং ভি’নদেশী অপসং’স্কৃতি অনুসরণ ক’রে ভি’ডিও তৈরি কর’ছেন, যাতে সহিংস ও কুরু’চিপূর্ণ কনটেন্ট থা’কে। উদ্বেগ’জনক যে এ টিকট’ক ভিডিওগুলোতে নে’ই কোনও শি’ক্ষণীয় বার্তা। উল্টো এসব ভিডি’ওর মাধ্যমে ত’ণ প্রজন্মের কাছে ভুল বা’র্তা চলে যাচ্ছে। বিব্রত’কর, অনৈতিক ও প’র্নোগ্রা’ফিকে উৎসা’হিত করা’য় ইতোমধ্যে ভা’রত, পাকি’স্তান, ইন্দোনেশিয়ায় ব্য’বহার নিষি’দ্ধ করেছে।
নোটি’শের বিষয়ে আইন’জীবী জে আর খান বলেন, এস’ব অ্যাপের ব্য’বহার তরণন প্রজ’ন্মকে বিপথগা’মী করছে। ন’ষ্ট হচ্ছে নৈতিক’তা, সামাজিক মূল্য’বোধ ও পারস্পরিক শ্রদ্ধা’বোধ। তরুণ ও কিশো’ররা গ্যাংয়ে জ’ড়িয়ে অপরাধমূ’লক কার্য’ক্রমে অংশ নিচ্ছে, হয়ে উঠ’ছে সহিংস। এই আ্য’পসের মাধ্যমে স’স্তা জনপ্রিয়’তা অর্জন কর’তে চায় এবং নি’জেকে জনপ্রি’য় ভাবতে শু’রু করে।
বিগো-লা’ইভ আ্যপের মাধ্য’মে তরুণ ও যুব’কদের টার্গেট করে লাই’ভে এসে অশ্লী’ল অঙ্গভঙ্গি ও কুরু’চিপূর্ণ প্রস্তাব দিয়ে এবং যৌ’নতার ফাঁদে ফেলে কৌশ’লে মোবাইল ব্যাংকিংয়ের মা’ধ্যমে কাড়ি কাড়ি টা’কা হাতিয়ে নেওয়া হয়। এই আ্য’পের ক্ষতি’কর দিক বিবে’চনা করে ভারত ও পাকি’স্তান এই আ্যপ’টি নিষি’দ্ধ করেছে।

 

নো’টিশকারী আরও বলেন, সি’ঙ্গাপুরভিত্তিক এ শর্ট ভি’ডিও তৈরি এবং শেয়া’রিং প্ল্যাটফর্মে গিয়ে ত’রুণ প্রজন্ম অশ্লী’ল ভি’ডিও ছড়া’চ্ছে। তাই জন’স্বার্থে পাঠানো এই নো’টিশ অনুসারে সংশ্লিষ্ট’দের প্রয়োজনীয় পদক্ষে’প গ্রহণ করতে এ নো’টিশ প্রেরণ করা হ’লো।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »