ধর্ষণ মামলায় অভিযুক্ত সেই ৪ শিশুকে এসি মাইক্রোবাসে বাড়ি পাঠানোর নির্দেশ

Spread the love

বরিশা’লের বাকেরগঞ্জ উপজেলায় শিশু ধ’র্ষ‌ণের অভি‌’যো‌গে দা‌য়ের করা মা’মলায় য‌শোর কি’‌শোর উন্নয়ন কে‌’ন্দ্রে থাকা ‘চার শি’শু‌কে রাতের মধ্যেই এসি মাই’ক্রোবাসে করে তাদে’র অভিভাবক’দের নিকট পৌঁ’ছে দিতে আ’দেশ দিয়েছে’ন হাই’কোর্ট। এবিষ’য়ে যশোর জে’লা প্রশাস’ককে পদক্ষে’প নি’তে হ’বে।

বৃহস্প’তিবার (৮ অক্টোবর) গণমা’ধ্যমে এ বিষয়ে প্রচারিত প্রতি’বেদন নজরে নিয়ে বিচারপতি মো.ম’জিবুর মিয়া ও বিচা’রপতি মহি উদ্দিন শামীমের ভা’র্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রা’তে এ আদেশ দেন।

সুপ্রি’ম কোর্টের হাইকোর্ট বিভা’গের স্পেশাল অফি’সার মোহাম্মদ সাইফুর রহমান জা’নান, হাইকোর্ট তা’দের জামিন নি’ষ্পত্তি করতে আ’দেশ দেন। এরপর বরিশা’লের শিশু আদালত রাতে’ই তাদের জামিন দিয়ে’ছেন। যশোরের জে’লা প্রশাসককে য’শোর পুলের’হাট শিশু উন্ন’য়ন কেন্দ্র হতে এই ৪ জ’ন শিশু’কে শীতাতপ নি’য়ন্ত্রিত মাইক্রো’বাসে করে আজ রা’তের মধ্যে তা’দের অভি’ভাবক এর নিকট পৌঁ’ছে দেয়ার ব্যবস্থা গ্রহ’ণ করতে আদেশ দিয়েছেন হাই’কোর্ট। শুক্র’বার সকাল ১০টার ম’ধ্যে বরিশা’লের বাকেরগ’ঞ্জ ওসি এ বিষয়ে টেলি’ফোনে সুপ্রিম কো’র্ট প্রশাসনকে অগ্র’গতি প্রতিবেদন জা’নাতে বলেছেন। ’

গত ৬ অক্টো’বর বাকেরগঞ্জ থানা’য় ছয় বছর বয়সের এক শিশু’কে ধর্ষণের অভি’যোগে তার বাবা নারী ও শি’শু নির্যা’তন দমন আইনে মা’মলা করেন। মাম’লার অভিযোগে বলা হয়, মাম’লার আসামিরা ওই শি’শুটির খেলা’রসাথী। ৪ অক্টো’বর বিকেলে বাগানে’র মধ্যে খেলা’র সময় তাকে তি’ন আসামির সহ‌যো’গিতায় এক আসা’মি ধ’র্ষণ করে বলে মা’মলায় উল্লে’খ করা হয়।

মা’মলার আসামিদের এ’কজ‌নের বয়স ১১ ও বাকি’ তিন জনে’র বয়স ১০ ব’ছর দেখানো হ‌য়ে‌ছে। প’রে বুধবার ৭ অ‌ক্টোবর বিকেলে তা’দের সিনিয়র জুডি’সিয়াল ম্যাজি’স্ট্রেট বাকে’রগঞ্জ আমলী আদা’লতে সো’পর্দ করে পুলিশ। আ’দালতের বিচা’রক মো. এনায়েতউল্লাহ এক আ’শে আসামি চার শি’শুকে যশোর কি’শোর উন্নয়ন কে’ন্দ্রে পাঠানোর নি’র্দেশ দেন।

মোহাম্মদ সাইফুর র’হমান বলেন, বরিশা’লের সংশ্লিষ্ট সিনি’য়র জুডিসিয়াল ম্যা’জিস্ট্রেটকে আগা’মী রবিবার ১১ অ’ক্টোবর হাইকোর্টে স্বশ’রীরে হাজির হতে হ’বে। একই’ঙ্গে ৪ জন শিশু’কে তাদের অভিভা’বকদের নিয়ে বরি’শালের বাকের’গঞ্জের ওসিও হাই’কোর্টে হাজির হ’তে হবে। এছাড়া ব’রিশাল মেডিক্যাল ক’লেজ হাসপা’তালের পরিচাল’ককে ভিকটিম শি’শুর ধ’র্ষণ সং’ক্রান্ত মেডি’কেল রি’পোর্ট হাই’কোর্টে পা’ঠাতে বলা হয়েছে।’



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »