খুলনায় ২ লাখ ৭৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

Spread the love

খুলনা সি’টি করপোরেশনের মে’য়র তালুকদার আব্দুল খালে’ক রবিবার নগরীর খালি’শপুর কলেজিয়েট গা’র্লস স্কুলে জা’তীয় ভিটামিন ‘এ’ প্লা’স ক্যাম্পেইন উদ্বোধন ক’রেন। এ বছর খুল’না জেলার নয়টি উ’পজেলা, একটি সি’টি করপোরেশন এবং দুই’টি পৌ’রসভায় ৬ হতে ১১ মা’স বয়সী ৩১ হাজা’র ৯২৩ এবং ১২ হ’তে ৫৯ মাস’ বয়সী দু’ই লাখ ৪২ হাজা’র ৮০ শি’শুকে ভিটা’মিন ‘এ’ ক্যা’পসুল খাওয়ানোর ল’মাত্রা নির্ধারণ করা হয়ে’ছে।

উদ্বোধনকা’লে সিটি মেয়র বলেন, স’ন্তানের সুরক্ষার দায়ি’ত্ব অভিভাবক’দের। শিশু’র বে’ড়ে ওঠা’র পেছ’নে টিকা কার্য’কর ভূমিকা পালন করে। ভিটা’মিন ‘এ’ প্লাস ক্যা’ইনে কোন শি’শু যেন বাদ না পড়ে সে’দিকে খেয়াল রাখ’তে হবে।
তিনি’ বলেন, করোনা’ভাইরাস সংক্রমণ এখনও শে’ষ হয়নি। করোনাভাই’রাস প্রতি’রোধে সরকারি নিদে’র্শনা মেনে মাস্ক ব্য’বহার করা, সামা’জিক দূরত্ব বজা’য় রাখা ও স্বাস্থ্যবিধি প্র’তিপালনে অ’নুরোধ করেন মেয়’র।
১১ নম্ব’র ওয়ার্ড কাউন্সি’লর মুন্সি আব্দু’ল ওয়াদু’দের সভাপতিত্বে’ উপস্থিত ছি’লেন সংরক্ষিত কাউ’ন্সিলর পারভী’ন আক্তার, কেসিসি’র প্রধান নিবার্হী কর্মকর্তা পলা’শ কান্তি বালা, পরি’চালক স্বাস্থ্য ডাঃ রাশেদা সুলতানা, সিভিল সার্জন ডাঃ সু’জাত আহমেদ, ইউনিসেফের প্রতিনিধি ডা. শাহা’না।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »