সামাজিক মাধ্যম থেকে নোয়াখালীর ভিডিও সরাতে বিটিআরসিকে নির্দেশ হাইকোর্টের

Spread the love

নো’য়াখালী বেগমগঞ্জে স্বামী’কে বেঁধে রেখে নিজ ঘরে গৃহব’ধূকে ধর্ষ’ণ চেষ্টার ভি’ডিও সামাজিক মা’ধ্যম থেকে সরা’তে বিটি’আরসিকে নি’র্দেশ দিয়েছেন হাই’কোর্ট। তবে সিডি বা পেন’ড্রাইভে ফুটেজে’র কপি রাখ’তে বলা হয়েছে। এ’ছাড়া ওই নারী’র পরি’বারকে সব ধরনের নিরাপ’ত্তা দিতে নোয়াখালীর পুলিশ সুপারকে নি’র্দেশ দেয়া হয়েছে।

ঘটনাটি আদালতের নজ’রে আনার পর আজ সোমবার বিচারপতি মজি’বুর রহমান মিয়া এবং বিচার’পতি মহিউদ্দিন শা’মীমের ভা’র্চুয়াল বেঞ্চ রুল’সহ এ আ’দেশ দেন।’

একই’সঙ্গে ঘটনার বিষয়ে ভিক’টিমের বক্তব্য গ্রহ’ণে পুলিশের কোনো অবহে’লা আছে কিনা তা অনু’সন্ধান করতে একটি কমি’টি করে দিয়ে’ছেন আদালত। নো’য়াখালীর অতিরিক্ত জেলা প্রশা’সকের নেতৃত্বে জেলা সমা’জসেবা অফিসার এবং চৌমু’হনী সরকারি এস এ কলে’জের অধ্যক্ষ তা অনুসন্ধান করে ১৫ কা’র্যদিবসের মধ্যে হাই’কোর্টের রেজিস্ট্রা’রের কাছে প্র’তিবেদন দিতে বলা হ’য়েছে।

ওই ঘট’নায় করা ফৌজ’দারি মামলার সর্ব’শেষ অবস্থা জানিয়ে ২৮ অ’ক্টোবর আদালত’কে প্রতিবে’দন দিতে বেগম’গঞ্জ থানার ভার’প্রাপ্ত কর্মক’র্তাকে নি’র্দেশ দেয়া হয়ে’ছে।

রুলে ওই নারী’কে রক্ষা’য় এবং দুর্বৃত্ত’দের বিরু’দ্ধে দ্রুত পদ’ক্ষেপ নিতে অব’হেলার কারণে বেগ’মগঞ্জের ও’সি ও বেগম’গঞ্জ থানা’র কর্মক’র্তাদের বিরু’দ্ধে যথায’থ আই’নগত ও বিভা’গীয় ব্যব’স্থা নেয়ার কেন নি’র্দেশ দেও’য়া হবে না তা জা’নতে চেয়েছেন হাই’কোর্ট।

দুই স’প্তাহের মধ্যে স্বরা’ষ্ট্র সচিব, নোয়া’খালীর জেলা প্রশা’সক ও বেগমগ’ঞ্জ উপজে’লার নির্বা’হী কর্মকর্তা’সহ সংশ্লিষ্ট’দের রু’লের জবাব দি’তে বলা হয়ে’ছে।

এর আগে নোয়া’খালীর বেগ’গঞ্জ উপজেলায় স্বামী’কে বেঁধে রেখে গৃহব’ধূকে নিজ ঘরে ধর্ষ’ণ চেষ্টায় বিব’স্ত্র করে নির্যা’তনের ঘটনা হাই’কোর্টের নজরে এনে’ছেন সুপ্রিম’কোর্টের আই’নজীবীরা।
আদাল’তে বিষ’য়টি নজরে আ’নেন জেড আই খান পান্না ও আব্দু’ল্লাহ আল মামুন।

পরে আ’দালতে মতামত তু’লে ধরেন সু’প্রিমকোর্ট আইন’জীবী সমিতি’র সভাপ’তি এ এম আমিন উদ্দিন, সম্পাদক রু’হুল কুদ্দুস কাজল, ব্যারি’স্টার জ্যো’তির্ময় বড়ুয়া, ইয়া’দিয়া জামান, জামি’উল হক ফয়’সাল, রাশিদা চৌধুরী নিলু, তানজীম আল ইসলাম প্রমুখ।

রাষ্ট্রপ’ক্ষে ছিলেন ডে’পুটি অ্যাটর্নি জে’নারেল নওরোজ রাসে’ল চৌধুরী।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »