কোমায় কিম জং উন, দায়িত্ব নিতে প্রস্তুত নিজের বোন

কিম জং উন ও তার বোন কিম ইয়ো জং। (ফাইল ছবি)

Spread the love

আজকের ঝলক নিউজ :

বিশ্বের আলোচিত নেতা কিম জং উন উত্তর কোরিয়ার একনায়ক। দক্ষিণ কোরিয়ার এক সাবেক কূটনীতিকের চাঞ্চল্যকর দাবি অনুযায়ী বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে কিম জং উন কোমায় রয়েছেন। গুরুতর অসুস্থতার কারণেই বোন কিম ইয়ো জংয়ের হাতে ক্ষমতাও তুলে দিয়েছেন কিম। যদিও কিম জং উনের স্বাস্থ্যের বিষয়ে গুঞ্জন এটিই প্রথম নয়। এর আগেও তার স্বাস্থ্য নিয়ে গণমাধ্যমে আলোচনা হয়েছে। পরে অবশ্য তা স্রেফ গুজব বলে প্রমাণিত হয়েছে।

রোববার ফক্স নিউজের এক প্রতি;বেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার প্রয়াত রাষ্ট্রপতি কিম দায়ে জংয়ের সাবে;ক সহযোগী চ্যাং সং মিন দেশটির মিডিয়াতে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন।

চ্যাং জানি;য়েছেন, কিম কোমাতে আছেন, ‘তবে তার জীবন শেষ হয়নি।’ তার দাবি, ‘সম্পূর্ণ উত্তরসূরি নির্বা ‘নের কাজ এখন শেষ হয়নি। তাই দীর্ঘমেয়াদি শূন্যতা রক্ষা করতে না পারায় কিমের বোন ইয়োকে সামনে আনা হচ্ছে।’

উত্তর কোরিয়ার ৩৬ বছর বয়সী নেতা তার কর্তৃত্বের কিছু অংশ তার ছোট বোনসহ তার নিকটতম সহযোগীদের কাছে অর্পণ করেছেন- দক্ষিণ কোরি;য়ার গোয়েন্দা সংস্থার এমন রিপোর্টের পরদিনই চ্যাং এ দাবি করলেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »