দশ দিনেই টিকটকের নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান

Spread the love

দশ দিনের মাথায় ভিডিও শে’য়ারিং অ্যাপ টিকটকের ওপর থেকে নি’ষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান টে’লিকমিউনিকেশন ম’ন্ত্রণালয়। পিটিএ-র পক্ষ থে’কে টুইটে জানানো হয়, নি’র্দিষ্ট শর্তে এই নিষেধাজ্ঞা তুলে নে’ওয়া হচ্ছে।

তবে বা’রবার অশ্লীল ও অনৈতিক কনটেন্ট পো’স্ট করা হলে সেই অ্যাকাউন্টগুলি ব্লক ক’রে দেওয়া হবে বলে টিকটিক ক’র্তৃপক্ষ আশ্বাস দেয়ার প’র এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে পি’টিএর পক্ষ থেকে জা’নানো হয়েছে।

পাকিস্তানে ‘প্রা’য় আড়াই কোটি মানুষ অ্যাপটি ব্য’বহার করতেন। তাদের ম’ধ্যে ৬৮ শতাংশ নারী।

সূ’ত্র: ডন



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »