প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাদাখ সফরের দিনে ভারতকে এই সকর্ত বার্তা দিয়েছে বেইজিং

মোদির লাদাখ সফরের হুমকির জবাবে পাল্টা হুংকার চীনের !

Spread the love

মোদির লাদাখ সফরের হুমকির জবাবে পাল্টা হুংকার চীনের !

ঝলক নিউজ : আন্তর্জাতিক ডেস্ক :

সীমান্তে উত্তেজনা চলাকালে দু’পক্ষেরই এমন কোনও ‘অ্যাকশন’ যাওয়া উচিত নয় যাতে পরিস্থিতি খারাপের দিকে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাদাখ সফরের দিনে ভারতকে এই সকর্ত বার্তা দিয়েছে বেইজিং।

চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান শুক্রবার (৩ জুলাই) বলেন, ‘ভারত ও চীনের মধ্যে যোগাযোগ রয়েছে।উত্তেজনা কমানোর উদ্দেশে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে।

সীমান্তে উত্তেজনা চলাকালে দু’পক্ষেরই এমন কোনও ‘অ্যাকশন’ যাওয়া উচিত নয় যাতে পরিস্থিতি খারাপের দিকে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাদাখ সফরের দিনে ভারতকে এই সকর্ত বার্তা দিয়েছে বেইজিং।

চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান শুক্রবার (৩ জুলাই) বলেন, ‘ভারত ও চীনের মধ্যে যোগাযোগ রয়েছে।উত্তেজনা কমানোর উদ্দেশে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে।

পরিস্থিতি ফের নতুন গতি পেতে পারে এমন কোনও ‘অ্যাকশন’ থেকে উভয়পক্ষেরই বিরত থাকা উচিত।’ সরাসরি প্রধানমন্ত্রী মোদির লাদাখ যাত্রা নিয়ে কোনও মন্তব্য করেননি চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র।

কিন্তু কূটনৈতিক মহলের একাংশের মতে, ১৫ জুন গালওয়ানে দু’পক্ষের সেনার র’ক্তক্ষ’য়ী সং’ঘ’র্ষের আবহে যে উত্তেজনা তৈরি হয়েছে মোদির লাদাখ সফরে তা ‘নতুন মাত্রা’ পেতে পারে বলে ইঙ্গিত দিতে চেয়েছেন তিনি।

মঙ্গলবার ঝাও ৫৯টি চীনা অ্যাপে মোদি সরকারের নিষেধাজ্ঞার সমালোচনা করেছিলেন। পাশাপাশি, দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও আর্থিক সহযোগিতা বৃদ্ধির পক্ষেও সওয়াল করেন তিনি।

কিন্তু এলএসি’তে মোতায়েন ভারতীয় জওয়ানদের মনোবল বৃদ্ধির উদ্দেশে সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নভরণে এবং ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ (সিডিএস) বিপিন রাওয়াতকে সঙ্গী করে প্রধানমন্ত্রীর লাদাখ সফরের দিনেই তাঁর এই মন্তব্য ‘ইঙ্গিতবাহী’ বলেই মনে করা হচ্ছে।

এর আগে, দুইদেশের উত্তেজনার মধ্যেই লাদাখ সীমান্তে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দীর্ঘ সময় কথা বলে সেনা কর্মকর্তাদের নানা নির্দেশনা দিয়েছেন তিনি। বিবিসি



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »