প্রতিবেশীদের আচরণে বেকায়দায় ভারত

ভারতকে পানি দেয়া বন্ধ করে দিয়েছে ভুটান

654833892

Spread the love

ভারতকে পানি দেয়া বন্ধ করে দিয়েছে ভুটান

ঝলক নিউজ

প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক না রাখার ফলাফল খুবই টের পাচ্ছে ভারত ! নেপাল, ভুটান, পাকিস্তান ও চীন সবাই ভারতের আচরনে ক্ষিপ্ত । এবার ছোট দেশ ভুটান ভারতের সাথে বিমাতাসুলভ আচরণ শুরু করেছে । তারা ভারতকে পানি দেয়া বন্ধ করে দিয়েছে ।

ভারতের দাবি, সীমান্তে একের পর এক বেআইনি কাজ করছে চীন ও নেপাল। চীনের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ভারতের ২০ সেনা। ওদিকে বিহারের লাগোয়া সীমান্তে নেপাল পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সাধারণ এক ব্যক্তি। গুরুতর আহত হয়েছিলেন আরও তিনজন। চীন ও নেপালের সঙ্গে পাল্লা দিয়ে এবার ভারতকে বেকায়দায় ফেলছে ভুটান। আড়ালে-আবডালে ভারতীয় চাষিদের পানি দেয়া বন্ধ করে দিয়েছে দেশটি

আসামের বাকসা জেলা দিয়ে প্রবাহিত চ্যানেলের মাধ্যমে ভারতীয় কৃষকরা চাষের জন্য পানি পেতেন এতদিন। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল সেই সেচ চ্যানেল। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ডং। আসামের বাকসা জেলার ২৬টি গ্রামের বহু কৃষক ওই চ্যানেলের পানির উপর নির্ভরশীল।

বিগত ১৯৫৩ সাল থেকে এই চ্যানেলের মাধ্যমে ভুটান থেকে পানি যায়। কিন্তু হঠাৎ করেই ওই চ্যানেলের প্রবাহ আটকে ফেলেছে ভুটান। ফলে খুব সমস্যায় পড়েছেন ভারতের বাকসা জেলার ২৬টি গ্রামের চাষিরা। চাষবাসের অনেক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে সেখানে।

ভুটান সরকার অবশ্য কোনো কারণ উল্লেখ করেনি। কেন চ্যানেলের পানির প্রবাহ বন্ধ করা হয়েছে তা নিয়েও কোনো কথা বলছে না ভুটানের প্রশাসন। কিন্তু ইতিমধ্যে বাকসা জেলার চাষিদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। সূত্র সময় টিভি । ছবি সংগৃহীন



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »