সৌমিত্রকে নিয়ে কুরুচিকর পোস্ট, সাইবার ক্রাইমে অভিযোগ মেয়ের

Spread the love

সৌমিত্র চট্টোপাধ্যায়ে’র মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তা’র অনুরাগীরা। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ কন্যা পৌলমীও। গত চল্লিশ দিন ধরে বা’বার আরোগ্য কামনায় হাসপাতাল-ঘর করে’ছেন। রবিবার সৌমিত্রের মৃত্যুর পর ব্যক্তিগত শোক ভুলে অনুরাগীদের মনশক্ত কর’তে বলেছিলেন অভিনেতার কন্যা তথা না’ট্যকর্মী পৌলমী। তবে গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ার একটা অংশ প্রয়াত অভি’নেতা ও তার পরিবারকে নিয়ে কুরু’চিকর এবং বিভ্রান্তিমূলক পোস্ট ছড়াচ্ছে। এতে ক্ষুদ্ধ ও বিরক্ত সদ্য বাবাহারা পৌলমী।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের স’ঙ্গে তার পরিবারের ইকুয়েশন, পুরো পরিবার ৮৫ বছরের অভিনে’তার ওপর কতখানি আর্থিকভাবে নির্ভরশীল ছিল, কেন ক’রোনা পরিস্থিতিতে সৌমিত্রকে বাইরে কাজ করা থেকে আট’কায়নি মেয়ে- এসব নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন অনে’কে। এরপর
মঙ্গলবার রাতে সোশ্যাল মিডি’য়াতেই এই অপপ্রচার নিয়ে মুখ খোলেন সৌমি’ত্র কন্যা। তিনি সাফ ভাষায় ফেসবুকের দেওয়ালে লেখেন- ‘ননসেন্স এবং অ’র্ধ-সত্য… কবে থামবে এই নোংরামি…সেলেব্রি’টির পরিবার বলে যা ইচ্ছে তাই… সোশ্যাল মিডিয়া বলে যা খুশি…’।

এখানেই থেমে থাকে’ননি তিনি। উপযুক্ত ব্যবস্থা নিতে লা’লবাজারের সাইবার ক্রাইম বিভাগে যোগা’যোগ করেন তিনি এবং অভিযোগ দায়ের ক’রেন। ফেসবুকের দেওয়ালে এ কথা জা’নান পৌলমী বসু। কলকাতা পুলিশের পক্ষ’ থেকে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেও’য়া হয়েছে সৌমিত্র কন্যাকে। লাগাতার রিপো’র্টের জেরে ওই বিতর্কিত পোস্ট সরি’য়ে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে হোয়াটস’অ্যাপ গ্রুপ বা একাধিক ফেসবুক প্রোফা’ইলে ছড়িয়ে পড়ে সেই পোস্ট।

সূত্র: হিন্দু’স্তান টাইমস



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »