‘নজরদারিতে’ থাকবে ফেসবুক গ্রুপ

Spread the love

সামাজিক যো’গাযোগ মাধ্যম ফেসবুক প্ল্যা’টফর্মের কনটেন্ট নীতি’মালা অমান্যকারী গ্রু’পগুলোকে ‘পর্য’বেক্ষণে’ রাখার ঘোষণা দিয়ে’ছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি সা’ইট ভার্জ এক প্রতিবেদনে জা’নায়, পর্যবেক্ষণে থাকা এই গ্রু’পগুলো কোনো আপিলের সু’যোগ পাবে না।

অবশ্য দুই মা’সের পর্যবেক্ষণে থাকা গ্রু’পগুলোর প্রতিটি পোস্ট ম্যা’নুয়ালি অনুমোদন দে’বেন ওই গ্রুপের দায়ি’ত্বে থাকা পর্যবেক্ষক। গ্রুপ’গুলো যদি নীতিমালা অ’মান্য করে এমন পো’স্টের অনুমোদন দি’তেই থাকে, তবে গ্রু’পটি পুরোপুরি বন্ধ’ করে দে’য়া হতে পারে।

ইমে’ইল বিবৃতিতে ফেইসবুক মু’খপাত্র লিওনার্ড ল্যাম বলে’ছেন, সাময়িকভাবে আ’মরা যুক্তরাষ্ট্রের কি’ছু রাজনৈতিক এবং সামাজি’ক গ্রুপের সব পোস্ট অ্যা’ডমিন এবং পর্যবেক্ষকের মা’ধ্যমে অনুমোদন দেও’য়ার ব্যবস্থা রাখবো, যদি ও’ই গ্রুপের সদস্যদের মা’ধ্যমে ‘কমিউনিটি স্ট্যান্ডার্ডস’ অমা’ন্য হয়।

গ্রুপের অব’স্থা নিয়ে অ্যা’ডমিনদেরকে নোটিফিকেশন এবং ক’খন থেকে এই সীমাবদ্ধতা চা’লু হবে তা জানাবে ফে’সবুক। প’র্যবেক্ষণে থাকাকালীন সী’মাবদ্ধতার আওতায় থাকা গ্রু’পগুলোর পোস্ট ম’ডারেটর কীভাবে নি’য়ন্ত্রণ করছেন, সে বি’ষয়টি নজরে রাখবে ফে’সবুক।

চলতি সপ্তাহের শু’রুতে https://www.facebook.com/AjkerJholokNews/?modal=admin_todo_tour এ’কটি গ্রুপ বন্ধ ক’রেছে ফেসবুক। মা’র্কিন নির্বাচনে ভোট জা’লিয়াতি নিয়ে ভুয়া ‘তথ্য ছ’ড়াচ্ছিলো গ্রুপটি। ডে’মোক্রেটরা নির্বাচনে চু’রি করছে এমন দা’বিও এসেছে গ্রুপ থে’কে। এই গ্রু’পটির সদস্য সংখ্যা ছি’লো তিন লাখের বে’শি।

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »