‘যুবতী রাধে’ গানের কপিরাইট বাতিল চেয়ে আইনি নোটিশ

Spread the love

সরলপুর’র নয়, ‘যু’বতী রাধে’ বাংলার চিরায়ত লোক’গান। তাই ব্যান্ডদল সরলপু’রের নামে গানটির কপিরাইট রেজিস্ট্রেশন সার্টি’ফিকেট বাতিলের দা’বি জানিয়ে আইনি (লিগ্যাল) নো’টিশ পাঠানো হয়েছে।

সোমবার (২ নভে’ম্বর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণা’লয়ের সচিব, রে’জিস্ট্রার অব কপি’রাইটস, সরলপুর ব্যান্ডের প্রতিষ্ঠাতা ভোকালিস্ট তারিকুল ইসলাম তপনসহ ছয়’জনের কাছে জনস্বার্থে রেজি’স্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠি’য়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিয়াজী আলমগীর আলম চৌ’ধুরী।

আগামী ১৫ দিনের ম’ধ্যে ব্যবস্থা না নেওয়া হলে উ’চ্চ আদালতে রিট মামলাসহ প্রয়ো’জনীয় পদক্ষেপ গ্র’হণ করা হবে বলে জানিয়েছেন এ আই’নজীবী।

নোটিশে উল্লেখ করা হয়, কবি দ্বি’জ কানাইয়ের মহুয়া পালা, আ’শুতোষ ভট্টাচার্যের লেখা বাং’লার লোক সাহিত্য (দ্বিতীয় খণ্ড) ও বিমল কুমার মুখপাধ্যায়ের বাংলার গ্রাম ছাড়া গ্রন্থটিতে প্রকা’শিত লেখার সঙ্গে সরলপুর ব্যা’ন্ডের ‘যুবতী রাধে’ গানটির শব্দচয়নের প্রায় হুবহু মিল র’য়েছে। লোকগানগুলো কপিরাইট আইনে পা’বলিক ডোমেইন মিউজিকের অংশ হয়ে থাকে ব’লে নোটিসে উল্লেখ করা হয়েছে।

অ্যাড’ভোকেট মিয়াজী আলমগীর আ’লম চৌধুরী বলেন, এটা তা’দের মৌলিক কোনও গা’ন নয়, এটা চিরায়ত লো’কগান। অনাদিকাল হতে এ’টা বাংলার একটা সংস্কৃতির অংশ হ’য়ে গেছে।

তিনি ব’লেন, সরলপুর ব্যান্ড এই গা’নটি ২০১৮ সালের ৪ জুন ক’পিরাইট করে ইউটি’উবে আপলোড করে’ছে। কিন্তু ক’পিরাইট আইন অ’নুযায়ী মিউজিক ওয়ার্ক (সংগীত কর্ম) মৌলিক বা প্র”থম উদ্ভাবিত হতে হবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »