ফেসবুক মেসেঞ্জারের নতুন রূপ

Spread the love

ব্যবহারকারীদের আরও নতুন অভিজ্ঞতা দিতে বেশ কিছু ফিচার যুক্ত হয়েছে ফেসবুক মেসেঞ্জারে। সঙ্গে পাল্টে গেছে লোগোও। 

স’ম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, মে’সেঞ্জারের নতুন লোগো আগের মতো নীল র’ঙয়ের নয়, তাতে কিছুটা গো’লাপি রঙও রয়েছে। শু’ধু নতুন লোগো নয়, আ’সতে চলেছে আরও নতুন থিম এবং ফি’চারও।

ফে’সবুকের ভাইস প্রেসিডেন্ট স্টা’ন চাদনোভস্কি জানান, আ’সলে ফেসবুক মে’সেঞ্জার আর ইনস্টাগ্রামের চ্যাট পদ্ধ’তিকে এক সঙ্গে জু’ড়ে দেওয়ার জন্যই মে’সেঞ্জারের এই নতুন লো’গো।

জানা গেছে, অ’নেক ব্যবহারকারীর ফোনে মে’সেঞ্জারে নতুন কিছু ফিচারও যু’ক্ত হয়েছে। যুক্ত হয়েছে লা’ভ অ্যান্ড টাই-ডাই না’মে বিশেষ এক ভালবাসার থিমও। স’ঙ্গে থাকছে সেলফি স্টি’কার। যুক্ত করা হয়েছে ভ্যা’নিশ মোডও।

স্ন্যা’পচ্যাট আর ইনস্টাগ্রামে যে সু’বিধা পাওয়া যায়, সেটা এবার ফে’সবুক মেসেঞ্জারেও পাবেন ব্য’বহারকারীরা। অর্থাৎ এই মো’ড অন ক’রা থাকলে, ব্যবহারকারীর পাঠানো কোনও ছ’বি তিনি চ্যাট থেকে বেরিয়ে গেলে কিংবা উ’ল্টোদিকে থাকা ব্যক্তির দেখা হয়ে গেলে মু’ছে যাবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »