জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো বার্সেলোনা

Spread the love

প্রত্যাশিত জয়ে চ্যা’ম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করলো বা’র্সেলোনা। মেসি-কৌতিনিয়োর গো’লে হাঙ্গেরির ক্লাব ফে’রেঙ্কভারোসকে ৫-১ গোলে হারিয়েছে রোনাল্ড কো’ম্যান শিষ্যরা। এই ম্যাচে গোল করে চ্যা’ম্পিয়ন্স লিগে টানা ১৬ মৌসুম গোল ক’রার রেকর্ডে ভাগ বসালেন লিওনেল মে’সি।

চ্যাম্পিয়ন্স লি’গে গেলো মৌসুমের শেষ ম্যাচটার স্মৃতি হ’য়তো এখনো তাড়িয়ে বেড়ায় বা’র্সেলোনাকে। বায়ার্ন মিউনিখের বি’পক্ষে সেই হা’রের লজ্জা কি ভুলেছেন মেসি-গ্রি’জম্যানরা?

হয়তো চ্যা’ম্পিয়ন্স লিগের আরেকটা শিরোপা কিছুটা হ’লেও প্রলেপ দিবে সেই ক্ষতে। আর সেই মি’শনে নতুন মৌসুমের শু’রুটা হয়েছে তাদের ই’তিবাচক ভাবেই।

গ্রুপ প’র্বের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ হা’ঙ্গেরির ক্লাব ফেরেঙ্কভারোস। চ্যা’ম্পিয়ন্স লিগে যারা ফিরেছে ২৫ ব’ছর পর। দু’দলের শক্তিতে পা’র্থক্য অনেক। যদিও শুরুতে সেটা বোঝা দায় ছি’লো। টানা দুই ম্যাচে জয়হীন বা’র্সার বিপক্ষে হাঙ্গেরির লি’গ চ্যা’ম্পিয়নরা শুরুতেই এক গো’ল করে বসে। যদিও সেই গোল বা’তিল হয়ে।

কাতালানরা ম্যা’চের নিয়ন্ত্রন নিয়ে নেয় দ্রু’তই। এগিয়ে যেতেও বেশী স’ময় লাগে নি। ২৭ মিনিটে মে’সিকে ডি বক্সে ফাউল ক’রলে পেনাল্টি পায় বার্সা। গো’ল করে দলকে এগিয়ে দেন বা’র্সা অধিনায়ক।

বার্সা প্র’থমার্ধ্ব শেষ করে লিড দ্বিগুণ করে। মৌ’সুমের শুরু থেকে চমক দেয়া আনসু ফা’তি আবারো নাম লিখান স্কো’র শিটে।

দ্বি’তীয়ার্ধ্বে বার্সার কাছে পাত্তাই পায়নি ফে’রেঙ্কভারোস। গেলো মৌসুমে ধা’রে বায়ার্নের হয়ে চ্যা’ম্পিয়ন্স লিগ জিতে আসা কৌ’তিনিয়ো ব্যবধান করেন ৩-০।

বা’র্সার জয় নিশ্চিত হয়ে যায় সে’খানেই। তবে কিছুটা রোমাঞ্চ বা’কি ছিলো তখনো। ৬৮ মি’নিটে সরাসরি লাল কার্ড দে’খে মাঠ ছাড়েন জে’রার্ড পিকে। পেনাল্টি থেকে ইহোর খা’রাতিন এক গোল করে ফে’রেঙ্কভারোসের হয়ে ব্যবধান ক’মান।

শেষ ২০ মিনিটে একজন খে’লোয়াড় কম নিয়ে খেললেও, তার প্রভাব পড়েনি বা’র্সার। ৮২ মিনিটে পেদ্রি ও ৮৯ মিনিটে ডে’ম্বেলের গোলে ৫-১ ব্যবধানের জয় নি’য়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শু’রু করে লিওনেল মেসির দল।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »