চেন্নাইকে হারিয়ে তৃতীয় স্থানে কলকাতা

Spread the love

দুর’ন্ত বোলিংয়ের সুবাদে জি’তে গেল কলকা’তা নাইট রাইডা’র্স। চেন্নাই সুপা’র কিংসকে হারা’ল ১০ রানে। ৫ ম্যা’চে এটা কল’কাতার ৩ নম্বর জয়। লি’গ টেবিলে কল’কাতা চলে এল তি’নে। আর চেন্না’ই ৬ ম্যাচে হা’রল ৪টিতেই। তাদে’র অবস্থান ৫ নম্বরে। এই জ’য়ে অধিনায়’ক দীনেশ কার্তি’ক কিছুটা অক্সি’জেন পেয়ে গেলেন। এক’ই সঙ্গে মালি’ক শাহরুখ খানে’র সামনে ফের জয় তু’লে নিল কেকে’আর।

বুধবার (৭ অক্টোবর) কল’কাতার রানটা ১৯০ এর ঘ’রে পৌঁছে যেত। কি’ন্তু মিডল ওভারে পর’পর উইকেট হারা’নোটাই সমস্যা হয়ে গেল কল’কাতা নাইট রাইডা’র্সের। সবচেয়ে বড় সম’স্যা, আন্দ্রে রাসে’ল রান পাচ্ছেন না। প্র’তি ম্যাচে ব্যর্থ হচ্ছে’ন ক্যারিবিয়ান অলরাউন্ডার। আজও ফিরলেন মাত্র ২ রান করে।

টস ‘জিতে শুরুতে ব্যাটিং নিয়ে’ছিল কেকেআর। এদিন আর না’রিন নন, শুভমান গিলের ‘সঙ্গে ওপেন ক’রতে এসেছিলেন রা’হুল ত্রিপাঠী। সুযোগটা পুরোপু’রি কাজে লাগা’লেন। নাইটদের হ’য়ে সর্বোচ্চ রান এল তা’রই ব্যাট থেকে। কর’লেন ৫১ বলে ৮১ রান। মেরেছে’ন ৮টি চার ও ৩টি ছ’য়। কিন্তু বাকি’রা ব্যর্থ হওয়ায় কেকে’আরকে ২০ ওভারে থে’মে যেতে হয় মাত্র ১৬৭ রা’নে।

নী’তিশ রানা, শুভমান গিল, ই’য়ন মর্গ্যান, রা’সেল, সুনীল নারিনরা ব্যর্থ। দীনে’শ কার্তিক আজ’ও ব্যর্থ। এরপর তি’নি আর কতদিন অধিনায়ক থা’কবেন, তা নিয়ে প্র’শ্ন উঠবেই। যদিও ম্যাচ জে’তায় কিছুটা অ’ক্সিজেন তিনি পে’লেন। প্যাট কা’মিন্স শেষ দিকে ৯ বলে ১৭ রা’ন কড়ে’ন।

চেন্নাই বোলার’দের মধ্যে ডোয়েন ব্রা’ভো পেলেন ৩ উই’কেট। ২টি করে উই’কেট নিলেন স্যাম কারেন, শা’র্দুল ঠাকুর ও করণ শর্মা। ‘প্রথম ম্যাচেই জাত চেনা’লেন করণ। আর ধোনি?‌ যে’ভাবে ব্রাভোর বলে শিবম মাভির ক্যাচ ধরলে’ন, তা পুরনো ধোনিকে ম’নে করিয়ে দিল। কি’ন্তু ব্যাট হা’তে তিনি ব্যর্থ।

ব্যা’ট করতে নেমে চে’ন্নাই থেমে গেল ১৫৭/‌৫ রানে। দ’লের পক্ষে শেন ওয়াটসন ৪০ ব’লে ৫০ করলেন। ডু’‌’প্লেসি রান পান’নি। আম্বা’তি রা’য়ডু করেন ৩০। চারে না’মলেন ধোনি। কি’ন্তু ১২ বলে ১১ রান করে’ই আউট। বরুণ চক্রব’র্তীর বলে বোল্ড হ’লেন তিনি। বা’কিরা চেষ্টা করলেও দলকে জেতা’তে পারলেন না। জাদে’জা করলেন ৮ বলে ২১ রান। কেকে’আরের হয়ে প্যাট কা’মিন্স, বরুণ চক্রব’র্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল’রা দুরন্ত বোলিং করলে’ন। ডেথ ওভারে রাসে’ল তো ২ ওভারে দিলে’ন মাত্র ১৮ রান। তুলে নি’লেন ১ উইকেট। প্যাট কা’মিন্স ছাড়া প্রত্যেকেই পে’লেন ১টি করে উই’কেট।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »