‘খুলছে সিনেমা হল, বন্ধ কেনো পরীক্ষা হল?’

Spread the love

স্বাস্থ্যবিধি মে’নে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবি’তে মানববন্ধন করেছে কুমিল্লা বি’শ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বু’ধবার বিশ্ববিদ্যালয়ের ব’ঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এ ক’র্মসূচি পালন করেছেন ২০১৫-১৬ সে’শনের শিক্ষার্থীরা।

‘এক দফা এক দা’বি, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চাই’, ‘খুল’ছে সিনেমা হল, বন্ধ কেন পরী’ক্ষা হল?’ ‘আটক শুধু আমরাই, নিয়োগ পরীক্ষা বন্ধ নাই’- এ’মন বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে পরী’ক্ষা দেয়ার দাবি জানানো হয়। মা’নববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শি’ক্ষার্থীরা।

মান’বব’ন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়’সা’ল হাবিব বলেন, যখন স্বা’স্থ্য’বিধি মেনে দেশে’র অন্যান্য বিশ্ব’বিদ্যা’লয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নি’চ্ছে, সে স’ময় কুমিল্লা বিশ্ব’বিদ্যালয় প্র’শাসনের এ ব্যা’পারে কোন উ’দ্যোগ নেই। আটকে থা’কা পরীক্ষাগুলোও নেওয়ার জন্য কো’ন সি’দ্ধান্তে আসতে পা’রছে না।
একাউন্টিং বিভা’গের শিক্ষার্থী বাহার উদ্দিন বলে’ন, আমাদের বাবা দাদা’দের কি টাকার খনি আছে, যা দি’য়ে দিনের পর দিন বছরের পর বছ’র ফাইনাল পরীক্ষার জন্য ঘু’রবো। এ কারণে অনার্স ফাই’নাল পরীক্ষা নেওয়ার দাবি জা’নাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের রেজি’স্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের ব’লেন, আমরা শিক্ষার্থীদের পরীক্ষা নি’তে প্রস্তুত। কিন্তু বিষয়টি আমাদের হাতে নে’ই। বিশ্ববি’দ্যালয় ম’ঞ্জুরী কমিশন (ইউজিসি) অ’নুমতি দি’লেই আমরা পরী’ক্ষা নিতে পা’রবো।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »