ভাইভার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির যৌক্তিকতা

Spread the love

আজকের ঝলক নিউজ :

করোনাকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠানে ইতমধ্যে সেমিষ্টার অটো উন্নিত করণ হয়েছে । এইচএসসি পরীক্ষায় ইতমধ্যে অটোপাশ দেয়া হয়েছে । অন্যান্য পরীক্ষায় প্রোমোশন দেয়ার পরিকল্পনা রয়েছে । বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে না ।  বছরে বছরে সঠিক সময় পরীক্ষা না হলেও প্রতিবছর ডিগ্রী নিয়ে বের হচ্ছেন হাজার হাজার শিক্ষানবিশ আইনজীবী ।

বর্তমানে আন্দোলনরত  শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, প্রায় চার বছর অতিবাহিত হলেও বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। ৯০ হাজার পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৮৭৮ জন প্রিলিমি-নারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইতিপূর্বে শুধু একটি পরীক্ষা নিয়েই চুড়ান্ত করা হতো ।

করোনার এই সংকট–মুহূর্তে আসন্ন লিখিত পরীক্ষা থেকে তাঁদের অব্যাহতি দিয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষার মা-ধ্যমে মেধা যাচাই করে তালিকাভুক্তির অনুরোধ জানানো হয়। এই দাবিতে গত ৯- জুন থেকে সারা দেশে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষানবিশ আইনজীবীরা। এই দাবির পক্ষে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। নবনিযুক্ত অ্যাটর্নি জেনা;রেলও দাবির প্রতি সমর্থন জানি;য়েছেন বলে জানান তাঁরা।

অনেকেই পরীক্ষ দিতে প্রস্তুত কিন্তু নির্ধারিত সময় পরীক্ষা হচ্ছেনা এবং হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে বিধায় অনেকেই মনে করছেন এটা একটি পদ্ধতি হতে পারে তাদের আইনজীবী তালিকাভূক্তি করার জন্য ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »