ঈদের ছুটি ৩ দিন ; কর্মস্থল ত্যাগ করা যাবেনা

Spread the love

আজকের ঝলক নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রথমবারের মতো ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক হয়েছে। শুধুমাত্র বিটিভির ক্যামেরা নিয়ে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলে পরে সাংবাদিকদের জানানো হয় যে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ঈদের সময় যে তিন দিন ছুটি আছে এই ছুটি আর বর্ধিত হবে না। যে যেখানে থাকবেন, যার যেখানে কর্মস্থল তিনি তার হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবেন না।”

জানা গেছে  সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে সাতজন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব এবং আরও সাতজন সচিব এই বৈঠকে যুক্ত ছিলেন।

এদিকে জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী এবার আগামী ৩১ জুলাই বা ১ অগাস্ট কোরবানির ঈদ হবে । ১ অগাস্ট ঈদ হবে ধরে নিয়ে ৩১ জুলাই, ১ ও ২ অগাস্ট ঈদের ছুটি নির্ধারণ করা আছে। ঈদ ৩১ জুলাই হলে ৩০ জুলাইও সরকারি ছুটি থাকবে, সেক্ষেত্রে ঈদের ছুটি হবে ৪ দিন।

সুতারং বলা যায় যে যদি ঈদ ১ আগস্ট হয় তাহলে ছুটি থাকবে ৩দিন আর ৩১ জুলাই হলে ছুটি হবে ৪ দিন । ঈদ-উল-ফিতরের মতো ঈদ-উল-আযহাও হতে যাচ্ছে স্বল্প পরিসরের আয়োজন ।

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »