কোপা আমেরিকা ২০২১-আর্জেন্টিনা-ব্রাজিল লাইভ
জুলাই ১০ ২০২১, ২১:৩৭
আজকের ঝলক নিউজ
ব্রাজিল আর্জেন্টিনা মানে এক চরম উত্তেজনা । মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা । কোপা আমেরিকা ২০২১ Copa America 2021 Live Streaming দেখা যাবে বিশ্বের প্রায় সব দেশ থেকে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ফুটবলপ্রেমীদের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা উন্মাদনা সমসময়ই থাকে এদেশের মানুষদের মধ্যে। জনপ্রিয় এই টুর্নামেন্টের পর্দা নামবে ১১ই জুলাই বাংলাদেশ সময় সকঅর ৬টায় টায়, ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ দিয়ে।
খেলাটি হবে ব্রাজিল মাঠে সেই মাঠে কোপা আমেরিকায় কখনো হারেনি ব্রাজিল ।
ম্যাচ দেখা যাবে লাইভ সনি সিক্স সব সময় খেলা সরাসির সম্পচার করে থাকে। আর কোপা কাপ প্রতি ৪ বছরে একবার হয় তাই এর জন্য থাকে বাড়তি উন্মাদনা। গত কয়েকটি বিশ্বকাপ ও কোপা আমেরিকাসহ কয়েকটি ফুটবল টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারিত করেছে এই টিভি চ্যানেলটি। ফুটবল ভক্ত সমর্থকদের সাথে থেকে Sony Six আবারও কোপা আমেরিকা কাপের সব গুলি ম্যাচ সরাসরি ব্রডকাস্ট করবে। বাংলাদেশের ফুটবল সমর্থক ক্যাবল টিভিতে ও আকাশ ডিটিএইচ ব্যবহারকারীরা এই চ্যানেল দেখতে পারবেন।
তিন আর্জেন্টিনা সমর্থককে বেদম পেটালেন ব্রাজিলভক্তরা মিলে
করোনায় ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই !
ভিডিও দেখুনhttps://www.youtube.com/watch?v=zA0ZJcdWkRs