৩৬৫ দিনই ভালোবাসা
বিশ্ব ভালোবাসা দিবসের অঙ্গীকার
ফেব্রুয়ারি ১৩ ২০২১, ১৩:৩২
বিশ্ব ভালোবাসা দিবসের অঙ্গীকার
আজকের ঝলক নিউজ :
ভালোবাাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসা ভালোবেসে বেঁধে যে রাখে । ১৪ ফেব্রুয়ারি সারা বিশ্বব্যাপি পালিত হয় ভালোবাসা দিবস । এই দিবসের উৎস্য হয় ইতালিয়ান ভ্যালেনটাইনকে কেন্দ্র করে । ভালোবাসা দিবসের বিস্তারিত জানতে পারেন উইকিপিডিয়ার এই লিংক থেকেhttps://bn.wikipedia.org/wiki/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE_%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8
ভালোবাসা দিবসটি খুবই উপভোগ করেন আধুনিক যুগের তরুন তরুনীরা । ঢাকায় এই দিনটিতে তরুন তরুনীরা নানান সাজে নিজেকে সাজিয়ে দিনটি উপভোগ করেন । যদিও এর পিছনের কারণগুলো তাদের কাছে অজনা হলেও দিনটি যেন সারা বছরের জমানো ভালোবাসা প্রকাশের দিন হিসাবে উপভোগ্য করে তোলে । অনেক অভিভাবক এখন এই দিনটি নিয়ে বেশ উদ্বিগ্ন কারণ এই দিবসটি নিয়ে বেশ সমালোচনা করে আসছের ধর্মীও নেতারা ।
যদিও ভালোবাসা একটি অনুভূতির নাম যার প্রকাশা জনে জনে আলাদা । তবুও মানুষই ভালোবাসার প্রকাশ করতে পারে সবচেয়ে সুন্দরভাবে ।আরো পড়ুন সিজোফ্রিনিয়া না, ১৪ ফেব্রুয়ারিতে তৌকির – মিশুর প্রেমোফ্রিনিয়া
পৃথিবীতে তরুন তরুনীরা আবিস্কার করেছেন এরকম বহু দিবস যার মধ্যে রয়েছে: রোজ ডে, পপডে, কিস ডে, প্রোপোজ ডে ইত্যাদি ।
ভালোবাসা দিবসের অঙ্গীকার হোক সকল সৃষ্টির প্রতি ভালোবাসা ৩৬৫ দিন ।