মায়ের কোল থেকে নিয়ে শিশুকন্যাকে আছড়ে মারল বাবা
নভেম্বর ২১ ২০২০, ১৯:৩৫
না’রায়ণগঞ্জের রূপগঞ্জে ছেলে সন্তা’নের আশা পূরণ না হওয়ার ক্ষো’ভে মায়ের কোল থেকে ২৬ দিনের শি’শু কন্যাকে কেড়ে নিয়ে আছড়ে হত্যা ক’রেছে পাষণ্ড বাবা।
শনিবার (২১ নভেম্বর) ভো’রে উপজেলার ভুলতা ইউনিয়নের পা’ড়াগাঁও দক্ষিণপাড়া এলাকায় শি’শু হত্যার এ নি’র্মম ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে শিশুটির পা’ষণ্ড বাবা পলাতক রয়েছে।
ওই নব’জাতকের নাম রাখা হয় মীম। সন্তান জ’ন্মের পর থেকেই খাদিজার সঙ্গে দু’র্ব্যবহার করতে শুরু করে কা’মাল। এমনকি ১০ দিন আগে’ও শিশু কন্যা মীমকে মেরে ফেলার চে’ষ্টা চালায় সে বলে জানা গেছে।
পরিবার সূ’ত্রে জানা যায়, উপজেলার দক্ষিণপাড়াগাঁও এলা’কার হারুনুর রশিদের মে’য়ে খাদিজা আক্তারের সঙ্গে গত দু’ই বছর আগে পারি’বারিকভাবে বিয়ে হয় পাশের গ্রামের মাছিম’পুর হাউলিপাড়া এলাকার মৃ’ত. বাবুলের ছেলে কামালের সঙ্গে। বি’য়ের পর থেকে কা’মাল হোসেন পরিবার নিয়ে পাড়া’গাঁও শ্বশুর বাড়িতে বসবাস করে আ’সছিলেন। এরপর স্ত্রী খাদিজা গ’র্ভবতী হলে কামাল হোসেন ছে’লে সন্তানের আশা করে। এদি’কে তার স্ত্রীর মে’য়ে সন্তান হলে তা মে’নে নিতে পারেননি তিনি।
শনিবার ভো’রে হঠাৎ শিশু কন্যা মী’ম কান্না শুরু করলে ক্ষিপ্ত হয়ে মা’য়ের কোল থেকে তুলে নিয়ে ঘরের মে’ঝেতে আছড়ে ফেলে দেয়। এতে ঘট’নাস্থলেই শিশুটি মৃত্যু’বরণ করে। খবর পেয়ে পুলিশ ঘট’নাস্থলে গিয়ে শি’শুটির মরদেহ উ’দ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণ’গঞ্জ সদরের জেনারেল হাসপাতাল ম’র্গে পাঠায়।
বর্বরতার শিকার নি’হত শিশু মীমের মা খাদিজা আক্তার জানান, তার স্বামী আড়াইহাজার থানাধীন ছনপাড়া এ’লাকায় একটি হাটেলে চা’করি করে। তার ছেলে সন্তান হলে সেখানে জনৈক এক ব্যক্তির কাছে টাকার বিনিময় বি’ক্রি করে দেয়ার কথা ছিল। তার সে স্বপ্ন পূর’ণ না হওয়া সে ক্ষিপ্ত হয়ে মীমকে হ’ত্যা করেছে।
এ ব্যাপারে রূ’পগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শিশুটির হ’ত্যাকারী ঘাতক বাবাকে গ্রে’ফতারের চেষ্টা চলছে।’
এছাড়া এ ঘ’টনায় শিশুটির মা বাদী হয়ে রূ’পগঞ্জ থানায় মামলা দায়েরের প্র’স্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।