জয়-পরাজয় নিয়ে ট্রাম্পের পল্টি

Spread the love

রোববার (১৫ নভেম্বর) টু’ইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা’ম্প বলেন, পাতানো নির্বাচনে জো বা’ইডেন জয়ী হয়েছেন। ভোট গণনায় প’রিদর্শক বা পর্যবেক্ষককে থাকার অ’নুমতি দেয়া হয়নি। ক’ট্টর বামপন্থী বেসরকারি প্র’তিষ্ঠান, ভুয়া- বোবা গণমাধ্যমসহ আ’রও অনেকে ভোট কা’রচুপিতে অংশ নিয়েছে। মে’নাল্ড ট্রাম্প। প্রথমটিতে বলেন, পাতা’নো নির্বাচন। আমরা জয়ী হবো। দ্বিতীয় টুইটে তিনি বলেন, সে (বাইডেন) শুধুমাত্র ভুয়া গণমাধ্যমের চোখে বিজয়ী। আ’মি হার স্বীকার করিনি। আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। এ’টি একটি সাজানো নির্বাচন ছিল।

ট্রাম্পের থেকে ৬০ ইলে’কটোরাল কলেজ ভোট এবং প্রায় ৫০ লাখ পপুলার ভোটে এগি’য়ে বাইডেন। বাই’ডেন পেয়েছেন ২৯০ ইলেকটোরাল কলেজ’ভোট। ট্রা’ম্প পান ২৩২টি। জয়ের জন্য দরকারি ছিল ২৭০ ইলেকটোরাল ভোট।

মঙ্গলবার (৩ নভেম্বর) মা’র্কিন নির্বাচনে ভোট গ্র’হণ অনুষ্ঠিত হয়। শনিবার (৭ নভেম্বর) মার্কি’ন গণমাধ্যম তাদের কাছে থাকা সম্ভাব্য ফলাফলের ভিত্তিতে বাইডেনকে অনানুষ্ঠানিক প্রে’সিডেন্ট হিসেবে ‘ঘোষণা করে।

তারপরই পরাজ’য় স্বীকার করবেন না বলে ঘোষণা দেন ট্রা’ম্প। শুরু করেন আইনি লড়াই। ১৫ নভে’ম্বর সাজানো নির্বাচনে বাইডেন জয়ী হয়ে’ছে বলে টুইট করেন। নির্বাচনকে সাজা’নো বললেও বাইডেন যে জয়ী হয়েছেন তা স্বী’কার করেন তিনি। তার কিছুক্ষণ পরই নিজে’র অবস্থান থেকে সরে এসে ট্রাম্প ব’লেন, ভুয়া গণমাধ্যমের চোখে বাইডেন জয়ী। তি’নি হার স্বীকার করেননি।

গেলো সপ্তা’হে ১৯৯২ সালের পর প্রথম ক্ষমতাসীন মা’র্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। সম্ভাব্য ফলাফল অনু’যায়ী ব্যাটলগ্রাউন্ড পেনসিলভেনিয়া, অ্যারিজোনা এবং জর্জিয়ায় জয়ী হয়ে পর’বর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বা’ডেন।

তারপর থেকে রিপাবলিকান ক্ষ’মতাসীন প্রেসিডেন্ট ভোটের ফলাফলের গ্র’হণযোগ্যতা নিয়ে আইনি ল’ড়াই শুরু করেন। যদিও ভোট কারচুপির অভিযোগের প’ক্ষে অকাট্য কোনো প্রমাণ ট্রাম্প শিবির উ’ত্থাপন করতে পারেনি।

বিশ্বনেতারা এবং জ’র্জ ডব্লিউ বুশসহ সা’বেক মার্কিন প্রেসিডেন্টরা বা’ইডেনকে অভিনন্দন জানিয়েছেন।

আগেরদিন বুধ’বার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি যে কো’নোভাবে প্রেসিডেন্ট থাকতে চান। ব’লেন, আসন্ন জানুয়ারিতে হোয়াইট হাউসে কে থাক’বে তা সময়ই বলে দেবে।

পরাজয় মেনে নি’তে অস্বীকার করায় ট্রাম্পের পক্ষে এবং বি’ক্ষোভে ওয়াশিংটনে পাল্টাপাল্টি বি’ক্ষোভ হয়েছে। ২০ জনকে আটক করা হয়েছে। এক’জন ছুরিকাঘাতের শিকার হয়েছে বলে জা’না গেছে।

২০ জানুয়ারি ন’নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রে’সিডেন্ট কামালা হ্যারিস আ’নুষ্ঠানিকভাবে শপথ নেবেন। চলছে ক্ষমতা বুঝে নে’য়ার প্রস্তুতি।

বিজয়ী ভাষণে ক’রোনা মোকাবিলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বাইডেন। গঠন ক’রেন করোনা টাস্কফোর্স।

বিশ্বের সবচেয়ে বে’শি করোনা আক্রান্ত এবং মৃ’তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। আক্রান্ত শ’নাক্ত হয়েছেন প্রায় ১ কো’টি ৯ লাখের বেশি মানুষ। মারা গেছে’ন ২ লাখ ৪৫ হাজারের বেশি।

করোনা মহামারীতে কি’ছু কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন ট্রাম্প। ফল স্বরূপ সে’প্টেম্বরে করোনায় আক্রান্তও হন তি’নি।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রা’মকব্যাধী বিশেষজ্ঞ এবং ট্রা’ম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টাদের এ’জন অ্যান্থোনি ফাউসি। সতর্ক ক’রে তিনি বলেন, যুক্তরা’ষ্ট্র সম্ভবত কখনো এমন খারাপ অ’বস্থার মুখোমুখি হয়নি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »