ভক্তের ফোন ছুঁড়ে ফেলার ঘটনা নিয়ে মুখ খুললেন সাকিব

Spread the love

 

বিশ্বসেরা অ’লরাউন্ডার সাকিব আল হা’সানকে সামনে দেখে ভক্তদের আ’বেগপ্রবণ হওয়া অস্বাভা’বিক কিছু নয়। কেননা, বাংলা’দেশ ক্রিকেটের সবচে’য়ে বড় তারকা, বড় বি’জ্ঞাপন যে তিনিই। স্বা’ভাবিকভাবেই তা’কে সামনে দেখে আবে’গ ধরে রাখতে পারেননি এক ভক্ত। সাকিব’কে দেখে তাই দৌড়ে গিয়ে’ছিলেন ছবি তুলতে। অনুমতি না নিয়ে মুখের সা’মনে সেলফির ভঙ্গিমায় ফোন তুলতেই রে’গে যান সাকিব।
শুধু রেগেই যা’ননি, উগ্র মেজাজে সেই ভক্তের ফো’ন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দে’ন এই বিশ্বসেরা অ’লরাউন্ডার! তার এই আচরণে ব্যথিত, মর্মাহ’ত, ক্ষুব্ধ শত শত ভক্ত। এই ঘটনায় বে’নাপোলে সাকিবপ্রেমীদের মা’ঝে সৃষ্টি হয় বি’রূপ প্রতিক্রিয়া। সংবাদ মাধ্যমের খবর অনুযা’য়ী ঘটনাটি ঘটে’ছে বৃহস্পতিবার বে’নাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ই’মিগ্রেশন ভবনে।

তবে ঘটনার একদি’ন পর সেলফি তুলতে যা’ওয়ায় ভক্তের মোবা’ইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়ার সে ঘ’নাকে গুজব বলে দাবি করেছেন বিশ্ব’সেরা অলরাউন্ডার সাকিব আ’ল হাসান। সাকিবের ভা’ষ্য অনুযায়ী প্রকৃত ঘটনা হলো- সামাজি’ক দূরত্ব বজায় রাখতে বলার পরও ভক্ত’ গা ঘেঁষে ছবি তুলতে’ আসলে সাকিব দূরে যেতে’ ইঙ্গিত করার সময় তার হাত লে’গে ভক্তের হাতে থাকা মোবাইল প’ড়ে যায়।

সম্প্রতি আই’সিসির এক বছরের নিষেধাজ্ঞা কা’টিয়ে ফিরেছেন সাকিব। বঙ্গবন্ধু টি-টু’য়েন্টি টুর্নামেন্টর মধ্য দিয়ে আবারো ক্রিকেটে ফির’তে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউ’ন্ডার। এর আগে, গত বৃহস্পতিবার মধ্য’রাতে দেশে ফেরার কয়েক ঘ’ণ্টার মধ্যেই শুক্রবার সকা’লে গুলশানে একটি সুপার শপের উ’দ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সা’কিব।

যুক্তরাষ্ট্রের ম’তো ক’রোনা বিস্তারকারী দেশ থেকে ফি’রে কোয়ারেন্টাইনের নিয়ম না মে’নে এবং করোনা পরী’ক্ষা ছাড়াই এমন জনাকীর্ণ অনুষ্ঠা’নে সাকিবের উপস্থিতি ব্যাপক সমালো’চিত হয়েছে। করোনা মহা’মারীতে দেশের নিয়ম-নীতি’কে তোয়াক্কা না করে জনসমাগমে উ’পস্থিত হওয়ায় সমালোচনার তীরে বি’দ্ধ হচ্ছেন তিনি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »