কলকাতায় কালীপুজো উদ্বোধন করলেন সাকিব

Spread the love

অনেকটা ঝড়ের ম’তো কলকাতার ঐতিহ্যবাহী পুজো’মণ্ডপের কালী পুজো উদ্বোধন ক’রলেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

বৃহ’স্পতিবার (১২ নভেম্বর) রাতে কলকাতার কাঁ’কুড়গাছি এলাকার আমরা সবাই ক্লা’ব আয়োজিত এ পু’জোয় আরও উপস্থিত ছিলেন ক’লকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কল’কাতার বাংলাদেশ হাইক’মিশনের উপ-হাইকমিশ’নার তৌফিক হাসানসহ শীর্ষস্থানীয় কর্ম’কর্তারা। এসময় দুই বাংলার সম্প’র্ক উন্নয়নে সবাইকে একস’ঙ্গে কাজ করার আহ্বান জা’নান সাকিব।

কলকা’তার যে ক’টি বড় কালী পুজোর আয়ো’জন হয়, তার মধ্যে কল’কাতার ‘আমরা সবাই ক্লা’ব’র পুজো অন্যতম। ক’লকাতায় কালী’পুজো উদ্বোধনে বরাবরই দেশ-বি’দেশের সেলিব্রিটিদের মঞ্চে দে’খা যায়। এবার অনে’কটা ঝড়ের মতোই কা’লীপুজো উদ্বো’ধনে দেখা গেল বিশ্ব’সেরা ক্রি’কেটার সাকিব আল হাসানকে। ‌

পু’জোর আয়োজক পরেশ পা’লের হাত থেকে নেন এ’কগুচ্ছ উপহার।

এসময় সাকিব আল হা’সান বলেন, ‘এ জায়গাটা আমার কা’ছে ঘরের মতোই মনে হয়। তাই আ’পনারা আমাকে ডা’কলে আমি কখনও নি’ষেধ করি না। আ’পনারা আমার জন্য প্রা’র্থনা করবেন এবং আমাকে সমর্থন দি’য়ে যাবেন। পাশাপাশি স’বাই একসঙ্গে দুই বাংলার স’ম্পর্ক উন্নয়নে কাজ ক’রবেন।

আ’য়োজক পরেশ পাল বলেন, ‘এই ক’রোনাকালীন সাকিব আল হাসান আমা’দের সময় দেয়ায়, প’শ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং আমা’দের মুখ্যমন্ত্রী মমতা দি’র প’ক্ষ থেকে তাকে অনেক ধ’ন্যবাদ জানাচ্ছি।

উপ-হাইক’মিশনার তৌফিক হাসান বলেন, আমরা বা’ঙালিরা জাতিগতভাবেই অসাম্প্রদায়িক চেতনায় বি’শ্বাসী। যে কারণে, পরেশ দা’র এ পুজো উদ্বোধনে আজ আমরা যারা এসে’ছি, তারা সবাই মুস’লমান। সাম্প্রদায়িক সম্প্রীতির উ’জ্জ্বল নিদর্শন এটা।

স্থানীয় সময় স’ন্ধ্যে’ সাড়ে সাতটায় বক্তব্য রাখা’র পর কলকাতার ঐতিহ্যবাহী ঘো’ড়ার গাড়িতে চাপিয়ে সা’কিবকে মূল মণ্ডপের দিকে নিয়ে যা’ওয়া হয়। এ সময় কলকাতায় সাকিব ভক্ত’দের উপচেপড়া ভিড় দে’খা যায়, কেউ কেউ চে’ষ্টা করেন সেলফি তুল’তেও।

সাকি’বের আসার আগে সময় স্বল্পতার কারণে ক’লকাতার মেয়র ও রাজ্য সরকা’রের নগর উন্নয়নমন্ত্রী ফির’হাদ হাকিম সং’ক্ষিপ্ত বক্তৃতা’য় সব ধর্ম-বর্ণ-জাতি মিলেমিশে থাকার আ’হ্বান জানান সবাইকে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »