মাস্ক ব্যবহার নিশ্চিতে বরিশালে ৩টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Spread the love

শীতে ক’রোনাভাইরাসের প্রকোপ কমাতে সর্ব’সাধারণের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সর’কার। এই নিয়ম কার্যকর কর’তে আজ মঙ্গলবার বরি’শাল নগরীতে পৃথক ৩টি ভ্রা’ম্যমাণ আদালত পরিচালিত হয়ে’ছে। এ সময় ৫টি প্রতিষ্ঠান এবং ১১জন ব্য’ক্তিকে মোট ৯ হা’জার ৮শ’ টাকা জরিমানা ক’রা হয়েছে।

জেলা প্রশাসনের নি’র্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, ‘রোমানা আফরোজ এবং আতা’উর রাব্বীর নেতৃত্বে সকাল সা’ড়ে ১০টার থেকে দু’পুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলা’কায় এই অভিযান পরি’চালিত হয়।

এ সময় মা’স্ক ব্যবহার না করায় জিয়াউর রহ’মানের ভ্রাম্যমাণ আদালত সদর ‘রোডের ৫টি প্রতিষ্ঠান থেকে ৪ হা’জার, রুমানা আফরোজের ভ্রাম্য’মাণ আদালত ৪ ব্যক্তিকে ১ হাজার ১শ’ টাকা এবং আ’তাউর রাব্বীর ভ্রাম্যমাণ আ’দালত ৭ ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আদা’য় করেন। একই সাথে ভ্রাম্য’মাণ আদালত মা’স্কবিহীন জনগণের মা’ঝে মাস্ক বিতরণ এবং ‘নো মা’স্ক নো সার্ভিস’ লেখা জেলা প্র’শাসনের ফেস্টুন বিভিন্ন প্রতি’ষ্ঠানে সাঁটিয়ে দেয়। জ’নসচেতনতা বাড়াতে জে’লা প্রশাসনের এই অ’ভিযান চলবে বলে জানিয়েছেন নি’র্বাহী ম্যা’জিস্ট্রেটগণ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »