চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা আবারো নামছে মাঠে

Spread the love

গ্রুপ পর্বের ম্যাচে ম’ঙ্গলবার রাতে মাঠে নামবে আসরের বর্তমান চ্যা’ম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বা’ভারিয়ানদের প্রতিপক্ষ রাশিয়ার ক্লা’ব লোকোমোটিভ মস্কো। ম্যাচ’টি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনি’টে। 

চ্যাম্পি’য়নের মতোই নতুন মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউ’নিখ। গ্রুপ পর্বের প্রথম ম্যা’চেই অ্যাতলেটিকো মাদ্রিদ’কে তারা উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। এবা’র তাদের প্রতিপক্ষ রাশিয়ান ক্লাব লোকোমোটিভ ম’স্কো।

চলতি মৌ’সুমে বাভারিয়ান ক্লাবটির ফর্ম আ’ভাস দিচ্ছে, এই ম্যাচেও হয়তো তা’দের বড় পরীক্ষার সম্মুখীন হ’তে হবে না। কিংবা লেওয়ানডস্কিরা হ’য়তো গোলবন্যা বইয়ে দিতেই মুখি’য়ে থাকবেন। এখন পর্যন্ত এ মৌসুমে সব আসর মিলে খে’লা ৮ ম্যাচে বায়ার্ন গোল করেছে ৩২টি। যা’র ১০টিই এসেছে ক্লাবটির পোলিশ স্ট্রাই’কার রবার্ট লেওয়ানডস্কির পা থেকে।

যদিও কোচ হান্সি ফ্লি’ককে দলের সেরা দু’জনকে ছাড়া পরিক’ল্পনা সাজাতে হবে। কোভিড না’ইন্টিনে আক্রান্ত হয়েছেন সার্জ গ্যানাব্রি। চোটের কারণে নেই আলফোন্সো ডেভিস। তবে কো’ম্যান, মুলার, গোরেৎজকারা থা’কায়, হান্সি ফ্লিক কিছুটা নির্ভার থাকবেন।

লোকোমো’টিভ এবারের চ্যা’ম্পিয়ন্স লিগে যাত্রা শুরু করেছে রে’বুলের বিপক্ষে ড্র দিয়ে। বা’য়ার্নের সঙ্গে তাদের শ’ক্তিমত্তার পার্থক্যর সঙ্গে যোগ হয়েছে ইনজুরি সমস্যা। তবে চ্যা’ম্পিয়ন্স লি’গে বায়ার্নকে একবার হারা’নোর স্মৃতি তাদের দি’তে পারে আ’ত্মবিশ্বাস।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »