মেসির বিপক্ষে মাঠে নামা হলো না রোনালদোর

Spread the love

জুভেন্টাস ও বা’র্সেলোনার মধ্যকার আগামী বুধবারের চ্যা’ম্পিয়নস লিগ গ্রুপ ম্যাচে খে’লা হচ্ছে না ক্রিস্টিয়ানো রো’নালদোর। করো’নাভাইরাসের দ্বিতীয় পরীক্ষাতেও পজিটিভ এ’সেছে তার।

উয়ে’ফা প্রোটোকল অনুযায়ী, কোনও ম্যা’চ খেলতে হলে করোনা আ’ক্রান্ত খেলোয়াড়কে এক সপ্তাহ আ’গে পরীক্ষা করাতে হবে এবং ফল আ’সতে হবে নে’গেটিভ। কিন্তু এই বা’ধা পেরোতে পারলেন না জু’ভেন্টাসের পর্তুগিজ ফ’রোয়ার্ড।

আন্তর্জাতি’ক বিরতিতে থাকার সম’য় গত ১৩ অক্টোবর রোনাল’দোর করোনা ধরা প’ড়ে। সুইডেনের বিপ’ক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়ান পর্তুগা’ল অধিনায়ক। দুই দি’ন পর তুরিনে ফিরে কো’য়ারেন্টাইনে থাকায় খেলতে পা’রেননি জুভেন্টাসের দু’টি ম্যাচ, সিরি ‘আ’য় ক্রো’তোনে ও চ্যাম্পিয়নস লিগের প্র’থম ম্যাচে ডায়নামো কিয়ে’ভের বিপক্ষে।

সর্বশেষ পরীক্ষার ফল পা’ওয়ার পর নিশ্চিত হলো, মে’সির বিপক্ষেও নামতে পার’বেন না রোনালদো। এজ’ন্য তাকে অপেক্ষা করতে হ’বে ‘জি’ গ্রুপে বার্সেলো’নার বিপক্ষে জুভেন্টাসের ষ’ষ্ঠ ম্যাচ পর্যন্ত। আগামী রবিবার জে’নোয়ার বিপক্ষে সিরি ‘আ’’র ম্যা”চ থেকেও বাদ প’ড়লেন রোনালদো।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »