দুঃখের সংবাদ

সন্তান হারানোর পরে নিজেও চলে গেলেন করোনা আক্রান্ত মেডিকেল শিক্ষার্থী

Spread the love

আজকের ঝলক :

কষ্টের চেয়েও কষ্টের সংবাদ:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হ’লি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী শেফা ইসলাম মারা গেছেন। আজ রোববার সকালে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তি’নি মারা যান। এর আগে গতকাল শনিবার তাঁর সদ্য জন্ম নেওয়া সন্তানটিও মা’রা যায়।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব রা’হাত আনোয়ার চৌধুরী প্রথম আলো;কে বলেন, শেফা ইসলাম হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুই দিন আগে তাঁর একটি সন্তান হয়। শে’ফা করোনা আক্রান্তও ছিলেন। এ ছাড়া গর্ভকালীন জটিলতায় ভুগেছেন।

স্কয়ার হাসপাতাল জা’নায়, ২৩ জুলাই করোনা পজিটিভ নিয়েই শেফা ইসলাম ভর্তি হয়েছিলেন। তিনি সাত মাসের গর্ভবতী ছিলেন। তাঁর বাচ্চা প্রসবের জন্য অস্ত্রোপচারও হয়। সেটা’ খুব ঝুঁকিপূর্ণ ছিল। বাচ্চা গতকাল মারা যায়। তবে বাচ্চার করোনাভাইরাস নেগেটিভ ছিল।

হলি ফ্যামিলি মেডিকেল কলে’জের শিক্ষক ও পরিচালক মোহাম্মদ মোর্শেদ প্রথম আ’লোকে বলেন, এটা খুব দুঃখজনক। পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে ছিল। অল্প কিছু দিনের মধ্যে চিকিৎসক হয়ে বের হতো। এর মধ্যেই সে মারা গেল। শেফারা দুই ভাইবোন। ভাই ময়মনসিংহ মেড ‘কেল কলেজে পড়ছেন। শেফার স্বামী এক’জন চিকিৎসক। সূত্র: প্রথম আলো ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »