চরফ্যাসনে মাটি কাটাকে কেন্দ্র করে শিক্ষিকার নেতৃত্বে হামলা আহত-৩

Spread the love

চরফ্যাসনে মাটি কাটাকে কেন্দ্র করে শিক্ষিকার নেতৃত্বে হামলা আহত-৩

এআর সোহেব চৌধুরী চরফ্যাসন ( ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাশনের মুসলিমপাড়া,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে কুলছুমের নেতৃত্বে মাটি কাটাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জন কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়াগেছে। আহতরা হলেন,  আকতার হোসেন(৭৫), পুত্র হানিফ(৪২) ও পুত্রবধু  রুমা আকতার (৩৫)।  আহতদের ও হামলাকারীদের বাড়ী জিন্নাগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে।
আহতদের কে চরফ্যাসন হাসপাতালে  ভর্তি করা হয়েছে। বিরোধীয় জমিতে  রোববার  দুপুরে এ ঘটনা ঘটেছে।
আহত আকতার হোসেন  জানান,  ক্রয়সূত্রে ৩২ শতাংশ  জমির  মালিক আকতার হোসেন সহ তার ছেলেরা। এ জমি জোর করে দখল করার চেষ্টা চালিয়ে বহুবার ব্যর্থ হয়ে এখন জোরপূর্বক  মাটি কাটার জন্য ভেকু মেশিন দিয়ে  মাটি কাটার চেষ্টা  করে এ সময় আমি ও আমার ছেলে হানিফ এবং পুত্র বধু রুমা আকতার বাধা দিলে  উম্মে কুলছুম, তার দেবর ফয়সাল, সাব্বির, ছেলে ফারাবি ইফাত, আলাউদ্দীনের স্ত্রী আকলিমা, ইউছুফের স্ত্রী পান্না রড ও লাঠি দিয়ে  উপর্যুপরি  মারধরে আহত করা হয়। প্রতিবেশীরা আহতদের কে উদ্ধার করে  চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

আকতার হোসেন আরো জানান, এ জমি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেএমপি ২৫৭/২০২০, দেওয়ানী ৫২৩/২০২০, এমপি ২৭০/২০২০ মামলা চলমান রয়েছে।  এবং চরফ্যাসন থানায় সাধারণ  ডায়েরী করা হয়েছে। যার নং৯৮৬ তারিখ ২৬-১২-২০২০

আকতার হোসেন বাদী হয়ে জিন্নাগড় মুসলিম পাড়া সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষিকা  উম্মে কুলছুম কে বিবাদী করে আদালতে মামলা চলমান রয়েছে।তারপর ও সোমবার ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে আসেন উম্মে কুলছুমের নেতৃত্ব একদল দূর্বৃত্ত।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »