পীরগাছা প্রতিনিধি
পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা মানবতার ডাক সেচ্ছাসেবী ও সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্ভোধন
ফেব্রুয়ারি ১৫ ২০২১, ১৯:৪৫
পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ শুক্রবার(১২ফেব্রুয়ারি) দুপুরে রংপুর জেলা পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা মানবতার ডাক সেচ্ছাসেবী ও সামাজিক উন্নয়ন সংগঠনের সামাজিক ও সেবা মূলক কর্মকান্ডকে সামনের দিকে এগিয়ে নিতে ও সংগঠনের প্রাতিষ্ঠানিক রুপ দিতে এই সংগঠনের শুভ উদ্বোধন করা হয়েছে।রংপুরের পীরগাছায় নার্সারী করে সফলতা পেয়েছে শান্ত নার্সারী
[সংগঠনটির মূল মন্ত্র হচ্ছে দুঃস্থ-অসহায়,মেহনতি মানুষদের পাশে দারানো এবং বিনা লাভে সংগঠনের সেচ্ছায় সেবাদান]
সংগঠনটির কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুস সামাদ মাস্টার, সহঃসাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রাকিব এবং পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা মানবতার ডাক সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংগঠন উদ্বোধনের পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজান,১নং ওয়ার্ডের ইউপি পদপ্রার্থী আতিয়ার রহমান আতিক, পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা মানবতার ডাক সেচ্ছাসেবী ও সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি জয়নাল মিয়া(প্রবাসী), সাধারন সম্পাদক আতিয়ার রহমান,প্রচার সম্পাদক রিদয় হাসান শাকিল,ও সাংবাদিক আসিকুজ্জামান সজিব(সদস্য)প্রকৃত শিল্পীদের কোণঠাসা করে রাখা হয়েছে – নাসরীন মিশু
এবং বিশেষ ব্যাক্তিবর্গ।
https://www.youtube.com/watch?v=3TQjAJZ6bcM&list=RDMMGO_0fZ3jams&index=3